India & World UpdatesHappeningsBreaking News
পদ্মজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি
ওয়েটুবরাক, ২২ মার্চ : বুধবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসএম কৃষ্ণ, বিশিষ্ট শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা এবং বিখ্যাত প্লেব্যাক গায়ক সুমন কল্যাণপুর সহ এই বছরের পদ্ম পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি, ধনকুবের তথা স্টক মার্কেটের বিখ্যাত লগ্নিকারী রাকেশ ঝুনঝুনওয়ালা সহ বেশ কয়েকজন মরণোত্তর সম্মানও পেলেন।
চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মোট ১০৬টি পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছিলেন তিনি। এর মধ্যে এ দিন৫০ জন পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী প্রাপকদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
প্রখ্যাত স্থপতি বালকৃষ্ণকে মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হয়েছে। দিল্লির অধ্যাপক কপিল কাপুর, আধ্যাত্মিক নেতা কমলেশ ডি প্যাটেলের হাতে তুলে দেওয়া হয় পদ্মভূষণ পুরস্কার। রাকেশ ঝুনঝুনওয়ালার পরিবার তাঁর হয়ে মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেন।
বিলুপ্তপ্রায় টোটোভাষা নিয়ে কাজ করার জন্য ধনিরাম টোটো, লোকসঙ্গীতে অবদানের জন্য মঙ্গলা কান্তি রায় প্রমুখকে পদ্মশ্রী উপাধিতে সম্মানিত করা হয়েছে।
শিল্পকলা, সামাজিক কাজ, পাবলিক অ্যাফেয়ার্স, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, খেলাধুলা এবং সিভিল সার্ভিস-সহ বিভিন্ন ক্ষেত্রে এই পদ্ম পুরস্কার দেওয়া হয়।