India & World UpdatesHappeningsBreaking News
মহাষ্টমীর সকালে নেপালে ভূমিকম্প, তীব্রতা ৬.১ রিকটার
ওয়েটুবরাক, ২২ অক্টোবর : মহাষ্টমীর সকালে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। রাজধানী কাঠমান্ডুর বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প মারাত্মক অনুভূত হলেও এখনও হতাহতের খবর নেই৷ প্রাণহানি না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
‘ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ জানিয়েছে, সকাল ৭টা ৩৯ মিনিটে কয়েক মুহূর্তের জন্য কেঁপে উঠেছিল কাঠমান্ডু ও এর আশপাশ এলাকা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের ধাদিং জেলা। বাগমতি এবং গন্ডাকি প্রদেশের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। নেপালজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। তবে দিল্লিতে বা ভারতের অন্য কোনও প্রান্তে এই ভূমিকম্পের প্রভাব পড়েনি।