India & World UpdatesHappeningsBreaking News
নেপালে ধস, ১৩ জনের মৃত্যু
ওয়েটুবরাক, ১৮ সেপ্টেম্বর : অঝোর বর্ষণে ধস নেমেছে নেপালে। শনিবার আচ্ছাম জেলায় ধসপতনের দরুন ১৩ জনের মৃত্যু হয়েছে। ১০ জনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরও ১০ জন নিখোঁজ৷ জানিয়েছেন জেলার ডেপুটি অফিসার দীপেশ রিজাল।
নেপাল পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি জানান, প্রবল বৃষ্টিতে পাঁচটি মাটির বাড়ি প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই বাড়িগুলির বাসিন্দাই ছিলেন নিহতরা৷ আহত-নিহত সবাইকে কাদামাটির ভেতর থেকেই উদ্ধার করা হয়েছে৷ নিখোঁজ মানুষদের সন্ধানে উদ্ধারকাজে নেমেছে সে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী।
গত কয়েকদিন ধরেই নেপালে বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছে। চিন সীমান্তে তাপলেজং জেলায়ও অনেকের খোঁজ মিলছে না। হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারের চেষ্টা চলছে। সেখানে হতাহত বা নিখোঁজ মানুষের সংখ্যা জানা যায়নি।
এই ভূমিধসের দরুন পশ্চিম প্রদেশের সাতটি জেলার সঙ্গে সংযোগরক্ষাকারী ভিমদত্ত হাইওয়েও ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছাম জেলাও যোগাযোগবিচ্ছিন্ন।