Barak UpdatesHappeningsBreaking News

নেতাজি থাকলে সমস্যা হতো না এনআরসিতে, অভিমত
India celebrates 75th foundation day of Azad Hind Fauj

২১ অক্টোবর : এনআরসি নিয়ে আজ আসামে যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, নেতাজি বেঁচে থাকলে এমনটা হতো না। ডি ভোটার বা বিদেশি শনাক্তকরণ নিয়ে এই ধরনের ডামাডোল পরিস্থিতির উদ্ভব হতে নেতাজি নিশ্চয়ই দিতেন না। রবিবার ২১ অক্টোবর আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর উপলক্ষে নেতাজি সুভাষ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন বক্তারা।

At Silchar Netaji Subhas Foundation

প্রসঙ্গত, ১৯৪৩ সালের ২১ অক্টোবরই সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করে নেতাজি স্বাধীন ভারতের কথা ঘোষণা করেছিলেন। এই দিনেই জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন সরকারের প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বসু। দিনটিকে স্মরণীয় করে রাখতে রবিবার লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে দেশনায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দেশবাসীকে নেতাজির ভাবধারায় উদ্দীপিত হওয়ার আহ্বান জানান। তিনি কংগ্রেসকে দোষারোপ করে বলেন, এরা এতদিন ব্রিটিশদের চশমা পরে দেশ চালিয়েছেন। তাই নেতাজি পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের কথা বেশি করে ভাবতেন বলে কংগ্রেস ওই অঞ্চলগুলোকে বঞ্চিত করে রেখেছিল। তাঁর দাবি, বর্তমান সরকার উত্তর-পূর্ব ভারতকে গ্রোথ ইঞ্জিন বলে মনে করে। সুভাষচন্দ্রের ভাইপো চন্দ্র বসুও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

PM Modi with INA veteran & Chandra Kumar Bose

এ দিকে, শিলচরে নেতাজি সুভাষ ফাউন্ডেশনের কার্যালয়ে দিনটি পালনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পতাকা উত্তোলন করেন বিশিষ্ট কবি ও সাংবাদিক অতীন দাশ। ফাউন্ডেশনের সভাপতি নীহার রঞ্জন পাল, সম্পাদক প্রণব রায় চৌধুরী, সহ-সভাপতি দীপক সেনগুপ্ত ও সুব্রত নাথ এই দিনটির তাতপর্য ব্যাখ্যা করেন। ছিলেন সাধন পুরকায়স্থ, স্বদেশ বিশ্বাস, প্রদীপ দে, অঞ্জন চৌধুরী প্রমুখ। ফাউন্ডেশনের শিল্পীরা এ দিন জাতীয় সঙ্গীতের সবগুলো স্তবক গেয়ে শোনান। এরপর শপথ গ্রহণের মধ্য দিয়ে নেতাজির দেখানো পথে এগিয়ে চলার অঙ্গীকার করেন সবাই। শপথবাক্য পাঠ করান সন্তোষকুমার দে।

Senior Journalist Atin Das speaking during the occasion

এ দিন বক্তারা বলেছেন, নেতাজি মোটেই বিমান দুর্ঘটনায় মারা যাননি। তাঁর মৃত্যুকে বিমান দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হলেও তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাঁরা বলেন, নেতাজির মৃত্যু রহস্য উদঘাটন নিয়ে অনেক রাজনীতি হয়েছে। একের পর এক কমিশন গঠন হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফলে আজও নেতাজি রয়ে গেলেন রহস্যের মধ্যে। তাঁরা নেতাজির মৃত্যুরহস্য উদ্ঘাটন সহ ২৩ জানুয়ারি দেশপ্রেম হিসেবে ঘোষণার জোরালো দাবি তোলেন।

Netaji along with INA


October 21: Donning the famous Azad Hind Fauj cap, the Prime Minister hoisted the national flag at the Red Fort and unveiled a plaque to mark the 75th foundation day of the Azad Hind Fauj or the Indian National Army (INA) raised by ‘Netaji’ Subhas Chandra Bose. The plaque will be placed at barrack number three at the Red Fort where members of the Azad Hind Fauj faced trial. A museum will be also set up in the barrack.

PM Modi addressing the Nation

The Azad Hind Government was founded on 21st October, 1943, by Neta ji Subhash Chandra Bose who was also the Head of State of this Provisional Indian Government-in-exile. Nephew of Netaji Subash Chandra Bose – Chandra Kumar Bose, INA Veteran Lalti Ram, and Brigadier R S Chikkara were also present at the event.

PM Modi with INA veteran & Chandra Kumar Bose

Speaking at the event Modi took a jibe at Congress for “undermining the legacy of Netaji Subash Chandra Bose”, adding, “Efforts were made to undermine the legacy of Netaji Subash Chandra Bose and Sardar Patel to promote just one family”. PM Modi lamented that post Independence; India’s policies were based on the British system as “things were seen through British glasses”. He said while Bose focused on the East and Northeast India, the two regions did not get due recognition. Now, he said, his government is working to make the Northeast the “engine of growth”.

Netaji along with INA

The BJP’s move to hold big-ticket celebrations to mark the 75th anniversary of INA comes at a time when the clamour for declassifying confidential files related to Netaji’s mysterious death has become louder.

Meanwhile the day was celebrated throughout India by many organizations who believed in the ideology of Subhas Chandra Bose. At Silchar too, the day was celebrated with full honour by Netaji Subhas Foundation. The programme began with unfurling the National Flag by renowned journalist Atin Das. President of the Foundation Nihar Ranjan Paul, Vice president Dipak Sengupta, Secretary Pranab Roy Choudhury, Sadhan Purkayastha, Pradip Dey, Anjan Choudhury, Swadesh Biswas and others were present during the occasion.

At Silchar Netaji Subhas Foundation

Speaking during the occasion, Atin Das said that, “”Netaji had promised an India where everyone has equal rights and equal opportunities. He had promised a prosperous nation which was proud of its traditions, development in all areas. He had promised to uproot ‘divide & rule’. Even after so many years those dreams remain unfulfilled.”

Senior Journalist Atin Das speaking during the occasion

Other speakers also raised the issue of unraveling the mystery of the so-called death of Netaji. They expressed with confidence that Netaji never died in a plane crash during the Second World War. The speakers also said that had Netaji been at the helm of affairs in Independent India, the Bengalis would not have been harassed in the name of NRC and D-voter.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker