Barak UpdatesHappenings
নীহারকণা দেবের স্মৃতিতে রক্তদান, পৃথক শিবির আয়োজন আর্য’র
ওয়ে টু বরাক, ২ জুলাই : নবীন প্রজন্মের ছেলেমেয়েদের নিয়ে গঠিত সংগঠন ‘আর্য’ এর উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি ও লিও ক্লাব অব সিগনেচার এর সহযোগিতায় ৩০ জুন বিকেল ৫টা থেকে কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাংকে এই শিবির অনুষ্ঠিত হয়।
ফোরামের কাছাড় জেলা কমিটির অনুপ্রেরণায় লিও ক্লাব অব সিগনেচার এবং আর্য এনজিও প্রায় বছরখানেক থেকেই রক্তদান শিবির আয়োজন করছে এবং বিভিন্ন সদস্যরা রক্তদান করছেন। এ দিন প্রথমবারের মতো তাদের অভিভাবক সংগঠন লায়ন্স ক্লাব অব সিগনেচারও রক্তদানে অংশগ্রহণ করলেন। এই রক্তদান শিবিরের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে লায়ন্স ক্লাব অব সিগনেচারের সভাপতি লায়ন বাসুদেব ভট্টাচার্য ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি এবং ক্যান্সার হসপাতাল ব্লাড সেন্টারকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তাদের যুব সদস্যদেরও ধন্যবাদ জানান এবং তারা প্রতিশ্রুতি দেন আগামীতেও তারা রক্তদান আন্দোলন চালিয়ে যাবেন। এ দিন মোট ১০ জন রক্তদান করেন। এরা হলেন শ্রীময় ভট্টাচার্য, কুণাল চন্দ, প্রদীপ সাও, ঋতুরাজ লস্কর, বিজয় নাথ, মোঃ ফাহিম লস্কর, অভয় কুমার গুপ্তা, রাজ চন্দ, বিজয়দ্বীপ সাহা ও ঋষি দেব।
এ দিকে গত ১ জুলাই সদ্য প্রয়াত নীহারকণা দেবের স্মৃতিতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ফোরামের কাছাড় জেলা কমিটির সহযোগিতায় এ দিন বিকেল ৫টা থেকে কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাংকে এই শিবির অনুষ্ঠিত হয়। ফোরামের কেন্দ্রীয় কার্যকরী সদস্য নবেন্দু নাথের অনুপ্রেরণায় নীহারকণা দেবের ভ্রাতুষ্পুত্র কাজল দেব এই শিবির আয়োজনের উদ্যোগ নেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ফোরামের কাছাড় জেলা কমিটি। এ দিন মোট ৫ জন রক্তদান করেন। এরা হলেন কাজল দেব, অনুপ সেন, দেবাশিস চন্দ, নবেন্দু নাথ ও রাজেশ রায়।
উল্লেখ্য, নীহারকণা দেব ছিলেন প্রকৃত অর্থে একজন সমাজসেবী, শিক্ষা এবং সংস্কৃতি অনুরাগী, পরোপকারী মানবদরদী মানুষ। তিনি উধারবন্দে একজন অভিভাবকের ভূমিকায় ছিলেন। কাজল দেব জানান, তাঁর মতো সমাজসেবী ধর্মপ্রাণ সমাজ সচেতন অসাম্প্রদায়িক চিন্তা চেতনা সম্পন্ন মানুষকে হারিয়ে আমরা কার্যত ক্ষতিগ্রস্ত হলাম। রক্তদান শিবির চলাকালীন প্রত্যেক রক্তদাতাকে ফোরামের পক্ষ থেকে শংসাপত্র, মেডেল এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাংকের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়।
আয়োজক সংগঠন এবং ব্লাড সেন্টারের মধ্যে সমন্বয়ের দায়িত্বে এবং পরিচালনায় ছিলেন ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত। এছাড়াও শিবির চলাকালীন রক্তদাতাদের উৎসাহ জোগাতে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির সহ-সম্পাদক দেবালয় ভাওয়াল, শুভ চক্রবর্তী, মহিলা শাখার কার্যকরী সভানেত্রী বুবু চৌধুরী সহ সুব্রত বিশ্বাস, জয়ন্তী ভট্টাচার্য, ছন্দা দেব, নবনীতা দাস, প্রতীমা শাহু, রিয়া শুক্লবৈদ্য প্রমুখ।
শিবিরে ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডা. সবনম বাহার বড়ভূঁইয়ার নেতৃত্বে রক্ত সংগ্রহ করা হয়। তাঁকে সহযোগিতা করেন কাউন্সিলর শতরূপা কংসবণিক, টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলাম, টেকনিশিয়ান সাদিক আহমেদ লস্কর, যাদব বড়ুয়া, আয়ান চাকমা, অনুরাধা দেব, বেনাজির বড়ভূঁইয়া, প্রিয়াঙ্কা সিং, অঞ্জলি সিনহা, নেওয়াজ আহমেদ, মমতা রাজবংশী প্রমুখ।