Barak UpdatesHappeningsBreaking News
যোগ কোর্স শেষে নিরাময়-ইয়াসির শংসাপত্র বিতরণ
ওয়েটুবরাক, ৩১ জানুয়ারি : শিলচর ‘নিরাময় স্কুল অব যোগ এডুকেশন’-এর বিগিনার্স সার্টিফিকেট কোর্স ইন যোগ (বিসিসিওয়াই) ও জুনিয়র যোগ সার্টিফিকেট কোর্স (জেওয়াইসিসি)-র শংসাপত্র শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হল। স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাগেনস্ট সোসিয়াল ইভিল (ইয়াসি)-র ব্যবস্থাপনায় গত সেপ্টেম্বর মাসে ৩৬ ঘন্টার যোগ ভলান্টিয়ার সহ প্রার্থীদের ৫০ ঘন্টার সার্টিফিকেশন প্রোগ্রামের প্রশিক্ষণ দিয়েছিল ‘নিরাময়’। এটি ছিল অফলাইন। একইসঙ্গে চলে অনলাইন কোর্সও। সহযোগিতায় ছিল মুদ্রা যোগ সার্টিফিকেশন ও পরমানন্দ যোগ। কার্যত এই প্রশিক্ষণের অন্তর্গতই এই সার্টিফিকেট বিতরণ কর্মসূচি।
রবিবার, ২৯ জানুয়ারি সকালে মালুগ্রামের নির্মল-প্রতিমা যোগ সেন্টার ভবনে আয়োজিত হয় আনুষ্ঠানিক শংসাপত্র বিতরণ কর্মসূচি। এতে বিভিন্ন বয়সের শিক্ষার্থী ছাড়াও নিরাময় ট্রাস্ট ও স্কুল অব যোগ এডুকেশনের পক্ষে চেয়ারম্যান ডাঃ অজিত কুমার ভট্টাচার্য, দুই উপদেষ্টা শিবব্রত দত্ত ও বিক্রমজিৎ চক্রবর্তী, ডিরেক্টর (নিরাময় স্কুল অব যোগ এডুকেশন) শতাক্ষী ভট্টাচার্য, ডিরেক্টর (কোর্স এন্ড ট্রেনিং) রাহুল চক্রবর্তী, ইয়াসির পক্ষে চন্দ্রাবতী রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
ডা: অজিত ভট্টাচার্য বলেন, সার্টিফিকেট পেয়েই শেষ নয়, নিয়মিত যোগাভ্যাসের অঙ্গীকার করতে হবে। তবেই প্রশিক্ষণের সার্থকতা। সুস্থ ও কর্মঠ জীবন-যাপন করতে হলে নিয়মিত যোগ প্রক্রিয়া অনুশীলন লাগবে। ‘নিরাময়’-এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা যে স্বীকৃতিপ্রাপ্ত যোগ কোর্স করতে পারবেন, তাও জানিয়ে দেন ডা: অজিত।
ইয়াসির তরফে চন্দ্রাবতী রায় বলেন, ইয়াসি সমাজের সর্বাঙ্গীন বিকাশে কাজ করে যাচ্ছে। এই যোগ ট্রেনিং আয়োজন এই ভাবনারই অঙ্গ। আগামীতে এমন আরও কর্মসূচির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
প্রশিক্ষার্থীদের তরফে অনুভূতি প্রকাশ করেন বিন্দু সিং ও উৎপল ভৌমিক। বক্তব্য পেশ করেন শতাক্ষী ভট্টাচার্যও।
শেষে প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন নিরাময় ও ইয়াসির প্রতিনিধিরা।