NE UpdatesHappeningsBreaking News
নিজের গাড়িতে করে অসুস্থ মহিলাকে হাসপাতালে পাঠালেন হিমন্ত

ওয়েটুবরাক, ৩০ মার্চ: রাভা হাসঙ স্বশাসিত পরিষদের নির্বাচনকে সামনে রেখে শনিবার দুধনৈতে জনসভা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিশাল জনসভা। যেমন পুরুষ, তেমনি মহিলাদের উপস্থিতি। মুখ্যমন্ত্রীর ভাষণের সময়েই প্রচণ্ড রোদ সইতে না পেরে এক মহিলা মূর্ছা যান। ভাষণের মধ্যেই বিষয়টি নজরে পড়ে মুখ্যমন্ত্রী শর্মার। ভাষণ থামিয়েই তিনি অ্যাম্বুলেন্স ডাকতে নির্দেশ দেন। কিন্তু অ্যাম্বুলেন্স আসতে কিছুটা সময় লাগবে বলে তিনি পরক্ষণেই তাঁর সঙ্গে থাকা অফিসারদের তাঁর গাড়িতে মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। শেষে সেটাই হয়।
মুখ্যমন্ত্রীর এই সদয় মনোভাব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিভিন্ন মন্ত্রী এবং বিজেপি নেতারা সেই ছবি-ভিডিয়ো পোস্ট করে মুখ্যমন্ত্রীকে নানা অভিধায় ভূষিত করেন। অনেকে আবার একে নির্বাচনী চমক বলে নানা মন্তব্য করেন।