NE UpdatesBarak UpdatesBreaking News
নিজের কেন্দ্রে কোভিড রোগীদের জন্য অ্যাম্বুলেন্স দেবেন কংগ্রেস বিধায়করা
২২ মে ঃ রাজ্যের ভয়াবহ কোভিড পরিস্থিতির কথা চিন্তা করে এ বার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবেন কংগ্রেস বিধায়করা। কোভিড রোগীদের নিয়ে যাওয়ার জন্য এই অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করা হবে। কংগ্রেস বিধায়করা নিজেদের বিধানসভা কেন্দ্রে এই পরিষেবার ব্যবস্থা করবেন বলে জানা গেছে। এগুলো কেনা হবে বিধায়ক তহবিলের অর্থে।
আসাম প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যেক বিধায়ক নিজের বিধানসভা কেন্দ্রে দুটি করে অ্যাম্বুলেন্স দেবেন। রাজ্যের ২৯ জন বিধায়কের মধ্যে ১৭ জন ইতিমধ্যেই ৩৭টি অ্যাম্বুলেন্স কেনার ব্যপারে আশ্বাস দিয়েছেন। বাকিরাও খুব শীঘ্রই এতে সাড়া দেবেন বলে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে। প্রসঙ্গত, আসামের কংগ্রেস বিধায়করা মোট ৫৮টি অ্যাম্বুলেন্স প্রদান করবেন।
উল্লেখ্য, যে বিধায়করা অ্যাম্বুলেন্স প্রদানের ব্যাপারে ইতিমধ্যেই অঙ্গীকার করেছেন, তাঁরা হলেন, দেবব্রত শইকিয়া, রকিবুল হোসেন, ওয়াজিদ আলি চৌধুরী, শেরমান আলি আহমেদ, ভাস্করজ্যোতি বরুয়া, নুরুল হুদা, রেকিবুদ্দিন আহমেদ, প্রদীপ সরকার, শিবমণি বরা, আব্দুল বাতিন খন্দকার, ভরত নরহ, আব্দুল রশিদ মণ্ডল, খলিলুদ্দিন মজুমদার, আব্দুস সুবহান আলি লস্কর, যাদব সরগোয়ারি, আব্দুর রহিম আহমেদ, ও আসিফ মহম্মদ নাজার।