Barak UpdatesCultureBreaking News
নিউ শিলচর লেডিজ ক্লাবের তিন কবি স্মরণ
২৪ জুন : রবীন্দ্র-নজরুল-সুকান্ত এই তিন কবিকে স্মরণ করল নিউ শিলচর লেডিজ ক্লাব। শহরের লিংক রোডের শ্রীপল্লী উন্নয়ন সংস্থার প্রেক্ষাগৃহে এ উপলক্ষে রবিবার ছিল সান্ধ্য অনুষ্ঠান। নাচ, গান, আবৃত্তি, আলোচনায় এই বিশ্ববরেণ্য কবিদের চিন্তাধারাকে তুলে ধরা হয়। স্নিগ্ধা দাস রায় তিন কবির জীবন নিয়ে আলোকপাত করেন।
শিবানী ভট্টাচার্য আক্ষেপ প্রকাশ করে বলেন, বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার অজুহাত দিয়ে রবিঠাকুরের গান ও তাঁর ভাবকে রীতিমতো ধ্বংস করে দেওয়া হচ্ছে। যা মোটেই শুভ সঙ্কেত নয়। কবিগুরুর সৃষ্টি নিয়ে গবেষণা করুন। তবে তাঁর রচনা, ভাবাবেগ যেন প্রাণবন্ত থাকে। এ ব্যাপারে খেয়াল রাখার জন্য অনুরোধ রাখেন তিনি। প্রদীপ প্রজ্জলনের পর কবি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
ক্লাবের সদস্যদের সমবেত রবীন্দ্র সঙ্গীত দিয়ে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। তারপর চন্দ্রিমা দত্ত, মানিতা দেব, মধুবনী ভট্টাচার্য, পম্পি চক্রবর্তী সহ বেশ ক’জন শিল্পী একক পরিবেশনায় অংশ নেন। ছিল সমবেত নৃত্যও। সবমিলিয়ে একটা উপভোগ্য সন্ধ্যার সাক্ষী হয়ে থাকলেন সংস্কৃতিপ্রেমীরা।