India & World UpdatesBreaking News

নাগরিকত্ব বিলঃ রাজ্যসভায় বিরোধিতার সিদ্ধান্ত নিল কংগ্রেস
Citizenship Bill: Congress decides to oppose it in Rajya Sabha

৭ ফেব্রুয়ারিঃ যে কোনও মূল্যে নাগরিকত্ব সংশোধনী বিলকে ঠেকাতে হবে। রাজ্যসভায় এটি উত্থাপন হলেই সবাই মিলে কোমর কষে এর বিরোধিতা করা হবে। এআইসিসি বৈঠকে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভাপতি রাহুল গান্ধী নিজে এ ব্যাপারে বিলের চরম বিরোধিতার কথা বলেন।

বৈঠক শেষে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, এই বিল অসমের বিভিন্ন জাতি-জনগোষ্ঠীকেই নয়, উত্তর-পূর্ব জুড়ে বিভাজন সৃষ্টি করেছে। অসমে অসম চুক্তি, মিজোরামে মিজো চুক্তি উল্লঙ্ঘন করছে নাগরিকত্ব সংশোধনীর এই বিল।

তাই তারা এর বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছেন। ভোটাভুটির পরিস্থিতি এলে দল কী অবস্থান নেবে, তা স্পষ্ট না বললেও এ দিনের বৈঠকের সুর থেকে বোঝা যায়, এ বার ওয়াকআউট করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া হবে না। সদনে উপস্থিত থেকে বিলের বিরুদ্ধে ভোট দেবেন তাঁরা।


English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker