NE UpdatesBarak UpdatesAnalytics
সেপ্টেম্বর থেকে বাড়ছে অরুণোদয়ের অর্থ : হিমন্ত
ওয়ে টু বরাক প্রতিবেদন, ১৬ জুন : আগামী সেপ্টেম্বর মাস থেকে বাড়ছে অরুণোদয় প্রকল্পের অর্থরাশি। তা বেড়ে হবে ১২৫০ টাকা। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, এই প্রকল্পে সুবিধাপ্রাপকের সংখ্যা ২৬ লক্ষ বৃদ্ধি করা হবে। ভুলবশত যদি কোনও ধনী লোকের নাম অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে থাকে, তবে তাদের নাম কর্তন করার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায়, এ ব্যাপারে বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালানো হবে। এই ভ্যারিফিকেশন করা হবে এনসিসি ক্যাডেটদের দিয়ে। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে গিয়েই এই পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রিক্সাওয়ালা বা ঠেলাওয়ালার সন্তান যদি সরকারি চাকরি পান, তাহলেই হবে প্রকৃতঅর্থে আসামের উন্নয়ন। এর পাশাপাশি বলেন, অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ৫০-৬০ হাজার লোকের চাকরি হবে। তিনি আরও বলেন, সরকার বিদ্যুতের বিল থেকে হয়তো জনগণকে রেহাই দিতে পারেনি, কিন্তু জনগণের অ্যাকাউন্টে অর্থ দিয়েছে। তাছাড়া জল জীবন অভিযানের আওতায় ২৬ লোককে চাকরি দেওয়া হবে।