NE UpdatesHappeningsBreaking News
নতুন আত্মপ্রকাশ করা জিসিএলও-র ৬ সদস্যকে আটক করল পুলিশ
গুয়াহাটি, ২৩ ফেব্রুয়ারি : নতুন আত্মপ্রকাশ করা গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন সংক্ষেপে জিসিএলও-র ৬ সন্দেহভাজন সদস্যকে আটক করেছে পুলিশ। কোকরাঝাড় জেলার ডিএসপি ভাস্কর ওঝার নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার গভীর রাতে বিভিন্ন স্থান থেকে এই সদস্যদের আটক করে। পুলিশের আটক করা এই ৬ সদস্য হল, গৌতম রায়, অভিজিত বশিষ্ঠ, সঞ্জীব রায়, মনোজ বর্মণ, উত্তম রায় ও দীপেশ রায়।
জঙ্গি সংগঠন কয়েকদিন আগে আত্মপ্রকাশ করে সামাজিক মাধ্যমে ২৬ সেকেন্ডের একটি ভিডিও প্রচার করেছিল। ওই ভিডিও-তে জঙ্গি সদস্যরা অস্ত্রশস্ত্র প্রদর্শন করে বলেছে, কেএলও অধ্যক্ষ জীবন সিংহের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে কোচ রাজবংশী যুবক-যুবতীরা পুনরায় হাতে অস্ত্র তুলে নিয়ে সংগ্রাম চালিয়ে যাবে। এ দিকে আক্রাসুর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনাধর রায় বলেন, উগ্রপন্থার মাধ্যমে কোনও সমস্যার সমাধান হতে পারে না। ফলে নতুন সংগঠন তৈরি না করে গণতান্ত্রিকভাবে সমাধানের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। তিনি পুলিশকে অনুরোধ জানান, যে যুবকদের আটক করা হয়েছে, তারা উগ্রপন্থার সঙ্গে যুক্ত না হলে তাদের যেন ছেড়ে দেওয়া হয়।