Barak UpdatesSportsBreaking News
নতুন আঙ্গিকে লক্ষীপুর ডিএসএ, ফিতা কেটে উদ্বোধন
১০ ডিসেম্বর: নতুন আঙ্গিকে সেজে উঠেছে লক্ষীপুর ডিএসএ-র স্টেডিয়াম৷ নবনির্মিত দালানবাড়ি ও সম্প্রসারিত স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার৷ ফিতা কেটে, নারকেল ফাটিয়ে এর উদ্বোধন করেন লক্ষীপুর ডিএসএ সভাপতি তথা বিধায়ক রাজদীপ গোয়ালা৷ তিনিই পরে লক্ষীপুর ডিএসএর পতাকা উত্তোলন করেন৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, লক্ষীপুর ডিএসএর প্রথম সাধারণ সম্পাদক তথা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপকুমার দে, সার্কল অফিসার নিকুঞ্জ দাস, মহকুমা পুলিশ অফিসার পার্থপ্রতীম দাস, রেঞ্জ অফিসার পবিত্রকুমার দাস, শিলচর ডিএসএর সচিব বিজেন্দ্রপ্রসাদ সিং, টিটি ক্লাবের সচিব প্রণবানন্দ দাস প্রমুখ৷
১৯৯৮-র ডিসেম্বরে জন্ম হয়েছিল লক্ষীপুর ডিএসএর৷ ১৯৯৯ সালে দীনেশপ্রসাদ গোয়ালার নেতৃত্বে প্রথম কমিটি গঠিত হয়েছে৷ এর সাধারণ সম্পাদক ছিলেন প্রদীপকুমার দে, সহ সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ ও যীষ্ণু দত্ত, সহ প্রথম কমিটির উপেন্দ্র ময়রা, কৃপাসিন্ধু দে, সূর্যকান্তি শর্মা, প্রীতম গৌড়, মফিজুদ্দিন খান ও দেবব্রত পালকে সংবর্ধনা জানানো হয়৷ এ দিন একটি স্মরণিকারও উন্মোচন হয়৷ এটি সম্পাদনা করেন ড. শুভজিৎ চক্রবর্তী৷ স্মরণিকাটির উন্মোচন করেন প্রদীপকুমার দে৷
লক্ষীপুরের ক্রীড়া ইতিহাসের এমন বিশেষ দিনটি অবশ্য শুধু অনুষ্ঠানেই সীমিত রাখেননি, অনুষ্ঠিত হয় দুদিন ব্যাপী অ্যাথলেট মিটও৷ শতাধিক খেলোয়াড় তাতে অংশ নেন৷