Barak UpdatesHappeningsBreaking News

নজির গড়ল ‘সাহিত্য’, ১৫০-তম সংখ্যা প্রকাশিত

২০ জানুয়ারি: ১৯৬৭ সালের জুলাই মাসে অসমের হাইলাকান্দি শহরে ‘সাহিত্য’ পত্রিকার আত্মপ্রকাশ ঘটেছিল৷ রবিবার এর ১৫০-তম সংখ্যা প্রকাশিত হল৷ এই অঞ্চলে এর আগে কোনও সাহিত্যপত্রিকা পাঁচ দশকের বেশি সময় ধরে লাগাতার প্রকাশ হয়নি৷ তাও বিজ্ঞাপন না নিয়ে৷ ১৫০-তম সংখ্যাটির আবরণ উন্মোচন করেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ঊষারঞ্জন ভট্টাচার্য৷ তিনি বলেন, এ কম বড় লড়াই নয়৷ তা সম্ভব হয়েছে বিজিৎকুমার ভট্টাচার্য ও শিখা ভট্টাচার্যের জন্যই৷ এঁরাই এর সম্পাদক, প্রকাশক৷

সাহিত্য-১৫০ উপলক্ষে হাইলাকান্দিতে রবিবাার দিনভর সাহিত্য উৎসব হয়৷ আলোচনা, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠে দিন কাটে কবি-লেখকদের৷ দিব্যেন্দু ভট্টাচার্য ও জিতেন্দ্র নাথের দুটি কবিতার বইও প্রকাশিত হয়৷ তিন কবি শক্তিপদ ব্রহ্মচারী, বিমল চৌধুরী ও ব্রজেন্দ্রকুমার সিংহকে মরণোত্তর সম্মান জানানো হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker