Barak UpdatesHappeningsBreaking News
ধোয়ারবন্দে হাসপাতাল নির্মাণের জন্য বাজেটে বরাদ্দ দাবি
ওয়েটুবরাক, ৩ জুলাই: কাছাড় জেলার ধলাই বিধানসভা সমষ্টির ধোয়ারবন্দে হাসপাতাল চালুর জন্য আগামী বাজেটে অর্থ বরাদ্দ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ধোয়ারবন্দের জনতা৷ ‘ ৩০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল স্থাপন সংগ্রাম কমিটি, ধোয়ারবন্দ,’-এর পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট চিঠি প্রদান করা হয়। সংগ্রাম কমিটির পক্ষ থেকে মাধব ঘোষের স্বাক্ষরিত স্মারকপত্রে উল্লেখ করা হয়, ধোয়ারবন্দে প্রায় ২০ বছর আগে একটি হাসপাতাল চালু করার জন্য সরকারি অর্থ ব্যয়ে পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল। তদানীন্তন সরকারের পক্ষ থেকে জমি অধিগ্রহণ, গৃহ নির্মাণ সহ অন্যান্য কাজ সম্পন্ন হওয়ার পরও কোনও অজানা কারণে হাসপাতাল চালু হয়নি। অথচ এলাকার বাসিন্দারা বিগত সরকারগুলোর নিকট বারবার হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন ।
এই এলাকার মানুষের সবচেয়ে বড় দাবিকে বিগত সরকারগুলো গুরুত্ব দেয়নি। সংগ্রাম কমিটির বর্তমান সরকারের আসন্ন বাজেটের পূর্বে জনগণের মতামত জানতে চাওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলে, বৃহত্তর ধোয়ারবন্দ অঞ্চলের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের দাবি মেনে আগামী বাজেটে হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় আর্থিক অনুদান ও সরকারি নির্দেশ জারি করলে এই অঞ্চলের মানুষের চিকিৎসা পরিষেবা লাভে সুবিধা হবে।