NE UpdatesHappeningsBreaking News
ধুবড়িতে নৌকাডুবি, নিখোঁজ সার্কল অফিসার করিমগঞ্জের যুবক
সন্ধানহীন আরও অনেকে, চলছে উদ্ধারকার্য
ওয়েটুবরাক, ২৯ সেপ্টেম্বর: ধুবড়িতে নৌকোডুবির ঘটনায় নিখোঁজ হলেন সার্কেল অফিসার-সহ বেশ কয়েকজন। বৃহস্পতিবার বন্যা ও ভূমিক্ষয়ের ক্ষয়ক্ষতি সরেজমিনে পরিদর্শন করতে আমিনুর চরে গিয়েছিলেন সার্কল অফিসার ও কয়েকজন সরকারি কর্মী। ফেরার পথে নৌকোয় ওঠেন গ্রামের কিছু মানুষও। কয়েকজন স্কুলছাত্রীও ছিল তাতে। পথে ব্রহ্মপুত্রে থাকা নির্মীয়মান ধুবড়ি-ফুলবাড়ি সেতুর খুঁটিতে ধাক্কা মেরে নৌকোটি ডুবে যায়। সাঁতরে পারে উঠেছেন ১৫ জন।
বিপর্যয় মোকাবিলা দফতরের ফিল্ড অফিসার পিটার সাহা, জেলা পরিষদ সদস্যা বেবি বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ধুবড়ির সার্কেল অফিসার সঞ্জু দাসের খোঁজ পাওয়া যায়নি। আরও কয়েকজন সন্ধানহীন। সঞ্জু দাসের বাড়ি করিমগঞ্জে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে।