Barak Updates
ধসমুক্ত মেঘালয়, যান চলাচল স্বাভাবিকLandslide cleared in Meghalaya, vehicles plying normally
২৭ জুনঃ ধসমুক্ত হল পাহাড়ি রাজ্য মেঘালয়ের রাতাছড়া ও উমকিয়াং। ছয় নম্বর জাতীয় সড়কে ১২ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হল। অনেক কসরতের পর বুধবার রাত এগারোটায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
ছয় নম্বর জাতীয় সড়কের উপর মেঘালয়ে বুধবার ধস নামে। তাতে বরাক উপত্যকা, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে বহিঃভারতের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বুধবার সকাল এগারোটা থেকে যান চলাচল বন্ধ ছিল। মেঘালযের পূর্ত বিভাগ জাতীয় সড়কের উপর থেকে মাটি সারাইয়ের কাজে লাগলেও বাদ সাধে মুষলধারা বৃষ্টি। ফলে জাতীয় সড়কটি যান চলাচলের উপযুক্ত করা সম্ভব হচ্ছিল না। মেঘালয় রাজ্যের পূর্ত বিভাগের কর্মীরা এসকেভেটর নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় মাটি সারাইয়ের কাজে হাত লাগান। বৃষ্টি হওয়ার ফলে জাতীয় সড়ক পিচ্ছিল হয়ে ওঠে। তবু রাত এগারোটায় সফলতা আসে।