Barak UpdatesHappeningsBreaking News
ধলাইর খুলিছড়ায় তপশিলি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা
ওয়েটুবরাক, ২৯ অক্টোবরঃ তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষের কাছে অতি সহজে জাতির প্রমাণ পত্র পৌঁছানোর উদ্যোগ নিয়েছে বিজেপি পরিচালিত শিলচর সাব ডিভিশনাল এস সি ডেভেলাপম্যান্ট বোর্ড। এই কর্মসূচfর অধীনে রবিবার শিলচর সাব ডিভিশনাল এস সি ডেভেলাপম্যান্ট বোর্ডের উদ্যোগে ধলাই বিধানসভার অধীন শেওরারতল গাঁও পঞ্চায়েতের খুলিছড়ায় সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলচর মহকুমা তপশীলি জাতি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আইনজীবী নীহার রঞ্জন দাস। উক্ত কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বোর্ডের চেয়ারম্যান নীহার রঞ্জন দাস বলেন, সমাজের পিছপড়া সম্প্রদায়ের সার্বিক উন্নয়নই হচ্ছে বর্তমান সরকারের মূখ্য উদ্দেশ্য। সরকার জনগণের উন্নয়নে বিভিন্ন প্রকল্প চালু করেছে। তাছাড়াও তপশিলি জাতিভুক্ত মানুষের জন্য বিভিন্ন যোজনা হাতে নিয়েছে সরকার, যা সঠিকভাবে বাস্তবায়নে সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে বর্তমান তপশিলি বোর্ড। সরকার প্রদত্ত সুযোগ সুবিধা থেকে কোন তপশীলি জাতিভূক্ত মানুষ সার্টিফিকেটের অভাবে যাতে বঞ্চিত না হয় সেকথা মাথায় রেখে সমগ্র আসামের মধ্যে একমাত্র শিলচর সাব ডিভিশনাল এস সি ডেভেলাপম্যান্ট বোর্ড উদ্যোগ গ্রহণ করেছে । নীহার রঞ্জন দাস জানান, আজকের কর্মশালা নিয়ে ইতিমধ্যেই মোট ছত্রিশটি কর্মশালা সম্পন্ন হয়েছে। তিনি এদিন তিন শতাধিক মানুষকে সার্টিফিকেটের জন্য সুপারিশ করেন বলে জানান নীহার বাবু।
উল্লেখ্য এদিনের কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আসাম প্রদেশ বিজেপি এস সি মোর্চার দুই জন সদস্য যথাক্রমে সমীরণ ফুলমালি ও সুমিত দাস, কাছাড় জেলা বিজেপি এস সি মোর্চার উপ-সভাপতি তথা বোর্ড সদস্য সুদামা রবিদাস প্রমূখ। উপস্থিত ছিলেন পিনাক দাস, নরসিংপুর মণ্ডল সদস্য প্রভাত বৈষ্ণব, অঞ্জন কুমার মালাকার, যুব মোর্চা নরসিংপুর মণ্ডল সহ-সভাপতি কুটন দে, বুথ সভাপতি বিশ্বজিৎ দাস, মিটন দাস প্রমুখ।