NE UpdatesHappeningsBreaking News
ধর্মান্তরকরণে আপত্তির কথা শোনালেন ভাগবত
ওয়েটুবরাক, ২৮ আগস্ট : সনাতন ধর্ম রক্ষার ওপর গুরুত্ব আরোপ করলেন আরএসএস প্রধান মোহন ভাগত। পাশাপাশি ধর্মান্তরকরণে তাঁর আপত্তির কথাও শোনালেন।
ভাগবত শনিবার দক্ষিণ ত্রিপুরার অমরপুরে শান্তিকালী আশ্রমের মন্দির উদ্বোধন করেন৷ পরে সেখানে আয়োজিত সঙ্কল্পসভায় বক্তৃতা করেন। তিনি বলেন, বিভিন্নতার মধ্যে একের শিক্ষা দেয় সনাতন ধর্ম। এই ধর্মই শেখায়, আমার মধ্যে যে ঈশ্বর রয়েছেন, অন্যের মধ্যেও তিনি অবস্থান করছেন। তাই ধর্মান্তরকরণের মধ্য দিয়ে কাউকে টেনে আনার ব্যাপার নেই।
হিন্দু ধর্মে ধর্মান্তকরণের কোনও তত্ত্ব নেই বলেই জানান তিনি। “কাকে ধর্মান্তর করব”, এই প্রশ্ন করে নিজেই বলেন, “যাকে ধর্মান্তর করব, তাঁর মধ্যে যে আমার ভগবান আগে থেকেই বসে আছেন।” প্রতিটি মানুষের মধ্যে যে ভগবান রয়েছেন, বারবার এর উল্লেখ করে তিনি বলেন, মানুষের কল্যাণ কামনা করলেই তাঁদের মধ্যে থাকা ভগবান তুষ্ট হন। পরোপকারের মধ্য দিয়ে কীভাবে বাঁচা যায়, ভারতই তা শেখায় বলে দাবি করেন মোহন। ভারতবাসীর চরিত্র বর্ণনায় তিনি শোনান, আমেরিকা-রাশিয়া-চিনের ক্ষমতা বাড়লে এরা অন্যদের দমন করতে চায়। ভারত নতুন কিছু শিখলে বলে, অন্যদের তা জানাতে হবে। নিজের শক্তি বাড়লে তা দুর্বলদের রক্ষার কাজে ব্যবহার করে।