Barak UpdatesHappeningsBreaking News

ডনবস্কোর কোয়রান্টাইনে স্কুল-কলেজের ছাত্র, আচরণে বিরক্ত জেলাশাসক
Behaviour of school-college students irritate DC

Quarantine centre not a marriage reception, DC remind students

২৪ মে: রামনগর ডনবস্কোতে স্কুল-কলেজের ছাত্রদের কোয়রান্টাইন করা হয়েছে৷ এরা দক্ষিণের বিভিন্ন রাজ্য থেকে কাছাড়ে ফিরেছে৷ কিন্তু তারা শনিবার ‘যে আচরণ করেছে’, এতে তাদের ওপর অত্যন্ত বিরক্ত কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি৷ তাঁর কথায়, পজিটিভ শিশুকে বের করে আনতে গেলে শনিবার তারা যে ভাবে বাধা দিয়েছে, তা অন্যায়৷ তাদের বিরুদ্ধে এফআইআর করা দরকার ছিল৷ কমবয়সী ছাত্র বলেই তিনি ওই পথে যাননি বলে জেলাশাসক জানান৷

তাঁর বক্তব্য, এরা কথায় কথায় দাবি করছিল, সেন্টার থেকে ছেড়ে দেওয়ার জন্য৷ বাড়ি চলে যাবে৷ কিন্তু টেস্ট রিপোর্ট না এলে কাউকে ছাড়া যায়! তবে কোয়রান্টাইন সেন্টারগুলিতে খাবারের গুণমান নিয়ে যে অভিযোগ রয়েছে, এর সত্যতা স্বীকার করে জল্লি বলেন, ২-৩জন ক্যাটারারকে সব সেন্টারের দায়িত্ব দেওয়ায় খাবার নিয়ে পৌঁছাতে দেরি হচ্ছিল৷ ঠাণ্ডা হয়ে যাচ্ছিল৷ স্বাদ নষ্ট হচ্ছিল৷ তাই তিনি এখন ক্যাটারার বাড়িয়ে দিয়েছেন৷ তিনি জানান, প্রতি সেন্টারে পৃথক ক্যাটারারকে দায়িত্ব দেওয়া হয়েছে৷

জেলাশাসক এও বলেন, সব কোয়রান্টাইন সেন্টারেই কম-বেশি সমস্যা রয়েছে৷ সবাই প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে চলেছে৷ একমাত্র ব্যতিক্রম ডনবস্কো সেন্টার৷ এরা একেকজন দুই-তিন থালা খাবার নিয়ে যাচ্ছিল বলেও রাগতস্বরে শোনান তিনি৷ সঙ্গে জানিয়ে দেন, কন্টেনমেন্ট জোন হওয়ায় তাদের এখন ১৪ দিন ওখানেই থাকতে হবে৷ তারা যেন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন৷ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্ধৃতিও স্মরণ করিয়ে দেন তাঁদের, কোয়রান্টাইন সেন্টার বিয়েবাড়ি নয়৷ এখানে কাউকে নেমন্তন্ন করে আনা হয়নি৷

Related Articles

2 Comments

  1. আপনাদের দেওয়া খানোর গুলো ভালো লাগছে। খবরের কাগজের খবর তো শুধু সকলেই পাই। আপনাদের আপডেট গুলো খুব দরকারী। ধন্যবাদ

    1. ধন্যবাদ। আপনাদের ভাল লাগা আমাদের অমুপ্রাণিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker