India & World UpdatesHappeningsBreaking News
ধর্মনিরপেক্ষ নয়, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ভাগবতের
ওয়েটুবরাক, ২ সেপ্টেম্বর : আরএসএস প্রধান মোহন ভাগবত ফের দাবি করলেন, ভারত একটি হিন্দু রাষ্ট্র, এটা ধ্রুব সত্য। ভারতে বসবাসকারী মুসলিমদের ডিএনএ হল হিন্দু। ভাগবত আরও বলেন, সব ভারতীয়ই হিন্দু এবং হিন্দু মানেই হল ভারতীয়ত্ব। যারা ভারতে আছেন, তারা হিন্দু সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত। শুধু তাই নয়, তাদের পূর্বপুরুষও হিন্দু ছিলেন। ভারতের মাটি হিন্দুদের মাটি।
সমর্থকদের প্রতি আরএসএস প্রধানের আহ্বান, ২০২৫ সালের আগে যে কোনও প্রকারে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে৷ তিনি বলেন, দেশের অগণিত মানুষ ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানতে নারাজ। তাঁদের কাছে ভারত হিন্দু রাষ্ট্র৷