Barak UpdatesHappeningsBreaking News

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান ২ জুন

ওয়েটুবরাক, ৩১ মে : সুবর্ণজয়ন্তী বলে কথা! তাই প্রস্তুতি চলছিল জোরকদমে৷ কিন্তু বাদ সাধে বন্যা ৷ তবু আগামী ২ জুন নিয়মরক্ষার অনুষ্ঠান করবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের শিলচর রিজিয়নাল অফিস৷ বেলা এগারোটায় অফিস বিল্ডিঙেই অনুষ্ঠিত হবে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান৷ তাতে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রসূতিরোগ বিশেষজ্ঞ কুশলকুমার কর ও শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের সভাপতি অংশুকুমার রায়৷
এই উপলক্ষে একই বিল্ডিঙে হবে পরিবেশ বিষয়ক অঙ্কন প্রতিযোগিতা৷ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফাইন আর্টস, শিলচর-এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা অংশ নেবে৷
পর্ষদের শিলচর রিজিয়ন হেড অরবিন্দ দাস জানান, সুবর্ণজয়ন্তী বর্ষের পরিবেশ দিবস উদযাপন নিয়েও তাঁদের নানা পরিকল্পনা ছিল৷ পরিস্থিতির কথা ভেবে তাতেও বেশ কাটছাঁট করতে হয়৷ এখন স্থির হয়েছে, আগামী ৫ জুন অফিস বিল্ডিঙেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা চক্র অনুষ্ঠিত হবে, সেখানেই অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে৷ সে দিন সকালে অফিস সংলগ্ন শরণার্থী শিবিরে সাফাই অভিযান চালানো হবে৷ আশ্রিতদের দেওয়া হবে সাবান, বিস্কুটের প্যাকেট ইত্যাদি৷ পরে একটি ইটভাটা ও একটি পাথর ক্র্যাশারে গিয়ে তাঁরা শ্রমিকদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করবেন৷

Rananuj

অরবিন্দবাবু বলেন, সুবর্ণজয়ন্তী বর্ষে পরিবেশ-প্রকৃতি নিয়ে সময়ে সময়ে আরও কিছু কর্মসূচি তাঁরা রূপায়ণ করবেন৷ বিশেষ নজর দেওয়া হবে ইটভাটাগুলি থেকে দূষণের মাত্রা কী ভাবে কমানো যায়৷ আধুনিকতর প্রকৌশলে তাদের চুল্লি চিমনি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে৷  সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্যও তাঁরা অভিযানে নামবেন৷ তবে এর আগে এ ব্যাপারে কথা বলবেন ব্যবসায়ী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে৷ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কর্তা প্লাস্টিক নিয়ে জনগণকে সচেতন হতে জোরালো অনুরোধ জানান৷ তিনি জানান, নালা-খালে সরাসরি মলমূত্র ফেলার ঘটনাও ঘটছে৷ রাঙিরখাল, লঙ্গাইখালের ওপর বহু পরিবারের শৌচাগার রয়েছে৷ তাদের কোনও সেপটিক ট্যাঙ্ক নেই৷ এ ব্যাপারে কড়া পদক্ষেপের জন্য পুরসভাকে চিঠি পাঠিয়েছেন তাঁরা৷ অরবিন্দবাবু জানান, এইসব বন্ধ করতে কঠোর নজরদারিও তাঁদের সুবর্ণজয়ন্তী বর্ষের ভাবনা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker