NE UpdatesHappeningsBreaking News
দুর্ঘটনায়ই মৃত্যু হয়েছে জোনমণির, চার্জশিট পেশ করে জানাল সিবিআই
গুয়াহাটি, ৭ ফেব্রুয়ারি : অবশেষে এএসআই জোনমণি রাভার মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত শেষ হলো। নগাঁও জেলা ও দায়রা জজের আদালতে চার্জশিট দাখিল করে সিবিআই বলেছে, দুর্ঘটনার ফলেই জোনমণির মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ঘটনায় বহুচর্চিত মোট ৬টি মামলার তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে সিবিআই। এরপরই সিবিআই দলটি দিল্লির উদ্দেশে রওনা দেয়। উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে নগাঁওয়ে ঘাঁটি গেড়ে বসেছিল সিবিআইর দলটি। তবে জোনমণি রাভার মৃত্যুর ঘটনায় সিবিআইর দাখিল করা এই প্রতিবেদন মানতে নারাজ মা সুমিত্রা রাভা।
উল্লেখ্য, গত বছরের ১৫ মে রাতে এক রহস্যজনক দুর্ঘটনায় মৃত্যু হয় জোনমণি রাভার। ওইদিন রাতে কলিয়াবরের জখলাবন্ধার সরুভোগিয়ায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় জোনমণির গাড়িটির। পরে গাড়ির ভেতর থেকেই জোনমণির মৃতদেহ উদ্ধার হয়। এই দুর্ঘটনা নিয়ে সারা রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। প্রথমে এই ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হলেও পরে মৃতের পরিবার ও স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া হয়েছিল।