Barak UpdatesHappeningsCultureBreaking News
দুদিনের রিজিয়নাল কালচারাল কম্পিটিশন শুরু, এই প্রথম ব্যবস্থাপনায় শিলচর মহর্ষি
ওয়েটুবরাক, ২৪ সেপ্টেম্বর : শুরু হল মহর্ষি বিদ্যামন্দিরের রিজিয়নাল কালচারাল কম্পিটিশন৷ ১২ স্কুলকে নিয়ে আসাম রিজিয়নের প্রতিযোগিতার যাবতীয় দায়িত্ব এ বার শিলচর মহর্ষি বিদ্যামন্দিরের৷ এই প্রথম শিলচরের কাঁধে এমন দায়িত্ব বর্তেছে৷ গোটা প্রক্রিয়া অনলাইনে বলে কর্তৃপক্ষের কাছে এ এক বিরাট চ্যালেঞ্জ৷ উন্নতমানের কন্ট্রোল রুম তৈরি করতে হয়েছে৷ যা শুধু ১২ স্কুলের স্টুডিওর সঙ্গে যুক্ত হয়নি, যুক্ত করা হয়েছে ভুপালে কেন্দ্রীয় দফতরের সঙ্গেও৷
অধ্যক্ষা শমিতা দত্ত শুক্রবার নিজের স্কুল ক্যাম্পাসে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন৷ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই চ্যালেঞ্জ গ্রহণের একটা আনন্দও রয়েছে৷ বেশ গর্ববোধ হচ্ছে৷ সকল সহকর্মীর সহযোগিতায় ভালোভাবেই তা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি৷ অধ্যক্ষা বিশেষ ভাবে ধন্যবাদ জানান ঋতম চক্রবর্তী, রূপাঞ্জল ঘোষ ও সুজাতা দত্তগুপ্তাকে৷
প্রসঙ্গত, দুটি বিভাগে নানা ধরনের প্রতিযোগিতা হচ্ছে৷ ক বিভাগ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, নবম থেকে দ্বাদশ খ বিভাগে৷ সাংস্কৃতিক নানা ইভেন্টের সঙ্গে হবে সায়েন্স এগজিবিশন, ম্যাথস অলিম্পিয়াড, অন-স্পট পেইন্টিং, যোগাসন, যোগি ফ্লাইং, শ্লোক প্রতিযোগিতাও৷ আছে কুইজ, ডিবেট কম্পিটিশন৷ বিভিন্ন বিভাগের প্রথম স্থানাধিকারীরা পরবর্তী সময়ে সর্বভারতীয় প্রতিযোগিতায় অংশ নেবে৷