NE UpdatesHappeningsBreaking News
দুই পর্যবেক্ষক গুয়াহাটি আসছেন, রবিবারই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা
ওয়েটুবরাক, ৮ মেঃ আগামীকাল রবিবার আসামে বিজেপির পরিষদীয় দলনেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন। সে লক্ষ্যে পরিষদীয় বৈঠক ডাকা হয়েছে। দলের সর্বভারতীয় কমিটি এই পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুইজন পর্যবেক্ষক নিযুক্ত করেছে। তাঁরা হলেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। দুই পর্যবেক্ষকই রবিবার সকালে গুয়াহাটি এসে পৌঁছাবেন।
এ দিকে, তামিলনাড়ুর পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিসানরেড্ডিকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। সে রাজ্যে অবশ্য দল শাসকজোটে নেই। কিন্তু অসমের পরিস্থিতি ভিন্ন। এখানে পরিষদীয় দলনেতাই মুখ্যমন্ত্রী হবেন। এই পদের জন্য মূলত দুইজনের মধ্যে লবিং চলছে। বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং তাঁর মন্ত্রিসভারই স্বাস্থ্য, অর্থ, পূর্ত, শিক্ষা দফতরের মন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। দুইয়ের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া কষ্টকর হলে তৃতীয় নামও উঠে আসতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান। সে ক্ষেত্রে এগিয়ে আসবে সাংসদ দিলীপ শইকিয়ার নাম। তবে নরেন্দ্র সিং ও অরুণ সিং কী পরিকল্পনা নিয়ে আসছেন, সেটাই বড় প্রশ্ন।