India & World UpdatesHappeningsBreaking News
দীপাবলিতে সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ মোদির
ওয়েটুবরাক, ৩১ অক্টোবর: দীপাবলি উপলক্ষে সেনাদের সঙ্গে সময় কাটাতে গুজরাটের কচ্ছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৈন্যদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে মোদি বলেন, “মাতৃভূমির সেবা করার এই সুযোগ বড়ই সৌভাগ্যের। তা সকলের ভাগ্যে আসে না।” তিনি সেনাদের তপস্যার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, ভারতমাতার পুত্র-কন্যারা নিজেদের অসীম ইচ্ছাশক্তি ও সাহসিকতার মাধ্যমে দেশকে নিরাপত্তা ও শান্তির আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর ভাষণজুড়ে ছিল সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা। তিনি বলেন, “আপনারা যখন শত্রুদের মুখোমুখি হন এবং আবেগের সঙ্গে গর্জন করেন, তখন সন্ত্রাসের প্রভুরা ভয়ে কেঁপে ওঠে। ভারত যে শক্তির প্রতীক, তা বিশ্ব দেখছে।”
সেনাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রেও ভারত স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আজ ভারত নিজের যুদ্ধবিমান ও সাবমেরিন তৈরি করছে, যা একসময় আমদানি করা হত। বর্তমানে ভারত অনেক দেশের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে, যা আত্মনির্ভর ভারতের এক উদাহরণ।”