Barak UpdatesHappeningsBreaking News
সিআরইউর আহ্বানে অনলাইনে পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা
ওয়েটুবরাক, ৯ মে: কোভিড মহামারিতে জর্জরিত সারা দেশ৷ কয়েক লক্ষ মানুষ আক্রান্ত। শিলচর শহরও পিছিয়ে নেই। প্রতিদিন শিলচর মেডিকেল কলেজে কোভিড আক্রান্ত মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মানুষ আতঙ্কগ্রস্ত। এই পরিস্থিতিতে সি আই টি ইউ অনুমোদিত কমার্শিয়াল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন ( CRU ) মানুষের পাশে দাঁড়াল। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে কোভিড উপলক্ষ্যে CRU অনলাইন ডাক্তার পরামর্শ পরিষেবা চালু করছে। সিআরইউর জেলা সম্পাদক সারস্বত মালাকার জানান, কোভিড আক্রান্ত মানুষ ছাড়াও অন্য রোগে আক্রান্ত মানুষও অনলাইনে পরামর্শ নিতে পারবেন। ইতিমধ্যে সংগঠন সামাজিক মাধ্যমে এই বার্তা প্রচার করেছে। এই উপত্যকার সকল নাগরিককে এই পরিষেবার সুযোগ নেওয়ার আহ্বান জানায় সি আর ইউ। উল্লেখিত ডাক্তাররা বিনামূল্যে এই পরিষেবা ১ মে থেকে করে চলেছেন ।
ডা : সঞ্জীব সিকিদার – ৯৪৩৫১৭৪৩৯২ ( সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ), ডা: ওহিদা রহমান – ৭০০২০৮১০৫৪ ( সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা অবদি ) ডা: তনুশ্রী চৌধুরী – ৯৭০৬২২৪২৩৯ ( সকাল ১০টা থেকে বিকাল ৪টা ) ডা: সুমনা কর – ৯৪৩৫১৭৯৪১২ ( বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ) এবং ডা: রিতজা চক্রবর্তী – ৮৮১১০১৯৩৮৩ (সকাল ১০ টা থেকে দুপুর ২টা অবদি )।