Barak UpdatesHappeningsBreaking News
দিব্যাঙ্গ ও ষাটোর্ধ্ব নাগরিকদের সহায়তা সামগ্রীর জন্য ৪ জানুয়ারি থেকে শনাক্তকরণ শিবির
ওয়েটুবরাক, ৩ জানুয়ারি: কাছাড় জেলার ১৫টি আইসিডিএস প্রকল্পের অধীনে ৪ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দিব্যাঙ্গ ও ষাটোর্ধ্ব নাগরিকদের সহায়তা সামগ্রীর জন্য শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে। কাছাড় জেলা প্রশাসন ও কাছাড় জেলা সমাজ কল্যাণ বিভাগের তরফে ‘এলিমকো’র সহাযোগিতায় জেলার বিভিন্ন স্থানে শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়েছে। ৪ জানুয়ারি বড়জালেঙ্গা আইসিডিএস প্রকল্পের অধীনে, ৫ জানুয়ারি তাপাং, ৬ জানুয়ারি উধারবন্দ, ৭ জানুয়ারি সোনাই, ৮ জানুয়ারি শালচাপড়া, ৯ জানুয়ারি বড়খলা, ১০ জানুয়ারি বিন্নাকান্দি, ১১ জানুয়ারি পয়লাপুল নেহরু কলেজে, ১২ জানুয়ারি নরসিংপুর, ১৩ জানুয়ারি বাঁশকান্দি, ১৬ জানুয়ারি কালাইন, ১৭ জানুয়ারি কাটিগড়া, ১৮ ও ২০ জানুয়ারি মেহেরপুর সি.ডি হোমের মাঠে, ১৯ জানুয়ারি লক্ষীপুর এবং ২১ জানুয়ারি পালংঘাট আইসিডিএস প্রকল্পের অধীন শিবির অনুষ্ঠিত হবে । ওই শিবিরগুলিতে সংশ্লিষ্ট এলাকার মানসিক দিব্যাঙ্গ, লোকোমোটর দিব্যাঙ্গ, কানে শুনতে সমস্যার দিব্যাঙ্গ ও দৃষ্টিহীন দিব্যাঙ্গরা এডিআইপি স্কিমের অধীন হুইলচেয়ার, ট্রাইসাইকেল, সিপি চেয়ার, ব্লাইন্ড স্টিক, কানের মেশিন, টিএলএম কিট ইত্যাদির জন্য এসেসমেন্ট করে যার যা সামগ্রী প্রয়োজন তার জন্য নাম নথিভুক্ত করবে এলিমকো থেকে আসা এক্সপার্ট টিম । এই আবেদনের জন্য ডকুমেন্ট লাগবে আধার কার্ড, ইউ.ডি.আই.ডি কার্ড ও চল্লিশ শতাংশের উর্দ্ধ বিকলাঙ্গ সার্টিফিকেট, ফটো দুই কপি ও মাসে ২২৫০০/- টাকার নীচের ফেমিলি ইনকাম সার্টিফিকেট ।
এছাড়াও ষাটোর্ধ্ব নাগরিকরা রাষ্ট্রীয় বয়োশ্রী যোজনার অন্তর্গত হুইলচেয়ার, কানের মেশিন, কোমরের বেল্ট ইত্যাদির জন্য এসেসমেন্ট করে যার যা সামগ্রী প্রয়োজন তার জন্য নাম নথিভুক্ত করবে এলিমকো । ষাটোর্ধ নাগরিকদের RVY প্রকল্পের জন্য ডকুমেন্টের দরকার হবে আধার কার্ড, দুই কপি ফটো ও মাসে ১৫০০০/- হাজার টাকার নীচে ইনকাম সার্টিফিকেট। প্রতিটি ক্যাম্পে দিব্যাঙ্গদের সহযোগিতায় থাকবে ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি রিহেবিলেটেশন সেন্টার । এই শিবিরে উপস্থিত হয়ে সকলকে সুবিধা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।