India & World UpdatesHappeningsBreaking News
দাড়ি কেটে লন্ডনে সেই আগের চেহারায় রাহুল গান্ধী
নতুন দিল্লি, ১ মার্চ : ভারত জোড়ো যাত্রায় এক অন্য রাহুল গান্ধীকে দেখতে পেয়েছে দেশ। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে শুরু করা হয়েছিল কংগ্রেসের ভারত জো়ড়ো যাত্রা। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন রাহুল গান্ধী। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত কয়েক হাজার কিলোমিটার পায়ে হেঁটেই অতিক্রম করেন রাহুল ও কংগ্রেসের অন্যান্য নেতারা। তবে রাহুলের পায়ে হেঁটে দেশজুড়ে জনসংযোগ কর্মসূচির থেকেও বেশি চর্চায় ছিল তাঁর লুক।
যাত্রা শুরুর সময়ে রাহুল ছিলেন ‘ক্লিন শেভড’। যতই কন্যাকুমারী থেকে কাশ্মীরের দিকে এগোতে থাকে যাত্রা, ততই বাড়তে থাকে তাঁর গালে দাড়ির বহর। রাহুলের এই দাড়ি নিয়ে চর্চা যেমন হয়েছে, তেমনই বিতর্কও হয়েছে বিস্তর। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দেওয়ার জন্য লন্ডন পৌঁছেছেন এবং দেখা যাচ্ছে তিনি তাঁর অযত্নে লালিত দাড়ি ও চুল ছেঁটে ফেলেছেন।
গত জানুয়ারিতে শেষ হয় ভারত জোড়ো যাত্রা। এরপরেও বেশ কয়েকটি অনুষ্ঠানে রাহুল গান্ধীকে দেখা গিয়েছিল গাল ভর্তি চাপদাড়ি লুকে। তবে বিদেশ যেতেই বদলে গেল সেই লুক। পুরনো লুকেই দেখা গেল রাহুল গান্ধীকে। মঙ্গলবার লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কংগ্রেস নেতা, সেখানেই তাঁকে পুরনো ধাঁচেই দেখা যায়। রাহুলের নতুন এই লুক সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়।