NE UpdatesAnalyticsBreaking News
দশমীতে ত্রিপুরায় ১২ ঘণ্টার বনধ ডাকল এনএলএফটি
১৪ অক্টোবর : দশমীতেই বনধ। এমন ঘটনাই এ বার ঘটতে চলেছে ত্রিপুরায়। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা অর্থাৎ এনএলএফটি ১৫ অক্টোবর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ত্রিপুরায় বনধ আহ্বান করেছে। দশমীর পুণ্য তিথিতেই রাজ্যজুড়ে এই বনধের ডাক দেওয়া হয়েছে। জঙ্গি সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ১৯৪৯ সালের ১৫ অক্টোবর মণিপুর ও ত্রিপুরা রাজ্যকে জোর করে দেশের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এক প্রেস বিজ্ঞপ্তিতে এনএলএফটির প্রেসিডেন্ট এইচ উস্তাং বরোক জানিয়েছেন, ত্রিপুরাকে জোর করে ভারতের সঙ্গে যুক্ত হতে বাধ্য করা হয়েছিল। এখানে প্রায় ৬০০ সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক গোষ্ঠী থাকা রাজ্যকে জোর করে গ্রাস করে একটি নিছক ভৌগোলিক সীমা গঠনের জন্য একসূত্রে গেঁথে দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, ‘এক দেশ, এক ভাষা, এক ধর্ম, এক পরিচয়, এক আইন, এক নেতা’ এখন জাতীয় এজেন্ডার শীর্ষে রয়েছে। তবে বনধের সময় যাবতীয় জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবাকে এর আওতার বাইরে রাখা হয়েছে।