NE UpdatesHappeningsBreaking News
দক্ষতা বিশ্ববিদ্যালয়ের ভূমিপূজন করলেন মুখ্যমন্ত্রী
৬ নভেম্বর : দক্ষতা বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচিত হল অসমে। রবিবার দরং জেলার মঙ্গলদৈয়ে ভূমিপূজনের মাধ্যমে অসম দক্ষতা বিশ্ববিদ্যালয় নির্মাণের যাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এই অত্যাধুনিক বিশ্ববিদ্যালয় নির্মাণে ব্যয় হবে ১ হাজার কোটি টাকা। এতে অর্থ সাহায্য করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক।
ভূমিপূজন উপলক্ষে আয়োজিত সভায় ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে এক নতুন অধ্যায়ের সূচনা হবে অসমে। এর মাধ্যমে আর্থ সামাজিক বিকাশ যেমন হবে, তেমনি যুব প্রজন্ম আরও সুযোগ পাবে। তাছাড়া এই বিশ্ববিদ্যালয় কার্যক্ষম হয়ে উঠলে এক অন্যতম প্রগতিশীল রাজ্য হবে অসম। তিনি রাজ্যের পড়ুয়াদের এর সুযোগ গ্রহণ করে সদ্ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।
মুখ্যমন্ত্রী জানান, ২০২৫ সালের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। রাজ্য সরকার এর উপাচার্য হিসেবে ভারতীয় প্রশাসনিক সেবার অবসরপ্রাপ্ত আধিকারিক সুভাষ দাসকে নিয়োগ করেছে। এ দিন অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি, ইউজি ব্রহ্ম, জয়ন্তমল্ল বরুয়া, সাংসদ দিলীপ শইকিয়া, বিধায়ক বসন্ত দাস, পরমানন্দ রাজবংশী, রাজ্যসভার সাংসদ তথা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব পবিত্র মার্ঘেরিটা প্রমুখ উপস্থিত ছিলেন।