NE UpdatesHappeningsBreaking News

ত্রিপুরা জনজাতি স্বশাসিত পরিষদে বিজেপি ৯, নতুন আঞ্চলিক দল ১৮

ওয়েটুবরাক, ১০ এপ্রিল: ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল নতুন আঞ্চলিক দল তিপ্রা মথা ৷ মুখ থুবড়ে পড়েছে রাজ্যের শাসক বিজেপি জোট৷ ২৮টি আসনের মধ্যে তিপ্রা মথা পেয়েছে একক ভাবে জিতেছে ১৬ আসনে৷ সহযোগী আইএনপিটি জয়ী হয়েছে ২ আসনে৷  বিজেপি ৯টি আসন জিতেছে৷ ১টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী ভূমিকানন্দ রিয়াং৷ সিপিএম, কংগ্রেস, আইপিএফটি একটি আসনও পায়নি৷

Rananuj

ত্রিপুরা মথার প্রতিষ্ঠাতা মহারাজা প্রদ্যোৎকিশোর দেববর্মণ নিজে টাকারজলা-জম্পুইজলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন৷ উল্লেখযোগ্য জয়ী প্রার্থীরা হলেন হালাহালি-আশারামবাড়ি আসনে অনন্ত দেববর্মা (তিপ্রা মথা), কুলাই-চাম্পাহাওড় আসনে অনিমেষ দেববর্মা (তিপ্রামথা), সিমনা-তমাকারী আসনে রবীন্দ্র দেববর্মা (তিপ্রা মথা), জিরানীয়া আসনে জগদীশ দেববর্মা (আইএনপিটি)৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker