Barak UpdatesHappeningsBreaking News
ত্রিপুরায় ভোট : চোরাইবাড়ি সীমান্ত সিল
ওয়ে টূ বরাক, ১৩ ফেব্রুয়ারি : আসন্ন ত্রিপুরা নির্বাচনের জন্য চোরাইবাড়ি সীমান্ত সিল করে দিয়েছে করিমগঞ্জ প্রশাসন। ত্রিপুরা নির্বাচন কমিশনের বিশেষ অনুরোধে সোমবার থেকেই সীমান্ত সিল করা হয়েছে। ভিন রাজ্যের বাসিন্দারা বিশেষ কোনও কারণ ছাড়া ভোট শেষ না হওয়া পর্যন্ত ত্রিপুরায় প্রবেশ করতে পারবেন না। তবে জরুরি পরিষেবা ও বিশেষ কারণে যাতায়াতের ক্ষেত্রে ছাড় দিয়ে রেখেছে জেলা প্রশাসন।
করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া জানান, সোমবার থেকে চোরাইবাড়ি সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে বহিঃরাজ্য থেকে উপদ্রব সৃষ্টিকারী কেউ প্রবেশ করে কোনও ধরনের শান্তি-শৃঙ্খলা যাতে বিঘ্নিত না করতে পারে তার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভার নির্বাচন। ফলাফল ঘোষণা ২ মার্চ।