NE UpdatesHappenings
ত্রিপুরায় আরও ৭ জনের মৃত্যু
১০ সেপ্টেম্বর : ত্রিপুরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে মৃত্যুর হার বেড়ে দাঁড়িয়েছে ১ শতাংশ। গত কয়েকদিন থেকে রাজ্যে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রতি ১০০ জনের মধ্যে একজন মারা যাচ্ছেন। তাছাড়া দেশের গড় মৃত্যুর হার থেকেও ত্রিপুরায় এই হার বেশি। ২৮ আগস্ট ত্রিপুরায় মৃত্যুর হার ছিল ০.৮৩ শতাংশ, যা উত্তরপূর্বের অন্য রাজ্যের তুলনায় বেশি।
বুধবার রাজ্যের স্বাস্থ্য বিভাগ যে স্বাস্থ্য বার্তা প্রচার করেছিল, তাতে দেখা গেছে রাজ্যে মৃত্যুর হার বেড়ে দাঁড়িয়েছে ১ শতাংশ। নতুন করে ৭ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭। এ পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৬,৭৩৯। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬,৫৫৪। নিগেটিভ হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯,৯৯৩। রাজ্যে সুস্থ হওয়ার হার বুধবার ছিল ৫৯.৭৮ শতাংশ। মঙ্গলবার সুস্থ হওয়ার হার ছিল ৫৯.৮৩ শতাংশ। বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪০ জন।