India & World UpdatesHappeningsBreaking News

তৃতীয় ঢেউ ! দেশবাসীকে যথেচ্ছ আচরণ না করতে বলল কেন্দ্র

ওয়েটুবরাক, ১৪ জুলাই : এত দিন এত স্বাস্থ্যবিধি মেনে যে উপকার হয়েছিল, দেশবাসীর যথেচ্ছ আচরণে তা জলে যেতে পারে। আজ বুধবার এ মন্তব্য করে সবাইকে সাবধান করে দিয়েছে কেন্দ্র৷ দেশের করোনা পরিস্থিতি নিয়ে এক সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেছেন, ‘‘তৃতীয় ঢেউ নিয়ে প্রত্যেকেই কথা বলছেন কিন্তু বুঝতে পারছেন না কোভিড বিধি মানা বা না-মানার উপরে এই ঢেউয়ের ওঠা-নামা নির্ভর করবে।” নীতি আয়োগের সদস্য বি কে পলও বলেছেন, বিশ্বজুড়ে চলা তৃতীয় ঢেউ থেকে সতর্ক হয়ে এ দেশেও সেই একই পরিস্থিতি আটকানো নিশ্চিত করতে হবে। আগরওয়াল জানিয়েছেন, চলতি মাসে দেশে মোট কোভিড সংক্রমণের ৭৩.৪ শতাংশই কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ঘটেছে। রাজ্যের কোভিড নিয়ন্ত্রণ টাস্কফোর্সকে সহায়তার জন্য মহারাষ্ট্র, ছত্তীসগড়, অসম, মেঘালয়, ওড়িশা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড ও ত্রিপুরায় দল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।

Rananuj

এ দিকে, উহান থেকে কেরলে আসা যে ছাত্রী দেশে প্রথম কোভিড আক্রান্ত হয়েছিলেন, তিনি ফের সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker