Barak UpdatesHappeningsBreaking News
তৃতীয়-চতুর্থ শ্রেণির পদে পরীক্ষার কেন্দ্র করিমগঞ্জে করার দাবি মিশনরঞ্জনের, মুখ্যমন্ত্রীকে চিঠি
ওয়েটুবরাক, ২০ মে : বিভিন্ন বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মীনিয়োগে পরীক্ষার আয়োজন করতে চলেছে স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন৷ করিমগঞ্জ জেলা থেকে পরীক্ষায় বসবেন কয়েক হাজার পরীক্ষার্থী৷ তাদের জন্য করিমগঞ্জ জেলায় পরীক্ষাকেন্দ্র নির্মাণের দাবি জানালেন আসাম রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান মিশনরঞ্জন দাস৷ তিনি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে বলেন, নিজের জেলায় পরীক্ষা দিতে না পারলে প্রচুর অর্থব্যয় করতে হয়৷ গরীব পরিবারের বেকার যুবারা মুশকিলে পড়ে যান৷ মিশন জানান, এর আগে বিভিন্ন পরীক্ষায় করিমগঞ্জের পরীক্ষার্থীদের কাছাড়ের বিভিন্ন গ্রামে গিয়ে পরীক্ষায় বসতে হয়েছে৷ এতে পরীক্ষার্থীদের নানা ধরনের মুশকিলে পড়তে হয়েছে৷ তাই তাঁর আর্জি, তৃতীয়-চতুর্থ শ্রেণির পদের নিয়োগ পরীক্ষার কেন্দ্র করিমগঞ্জেই হোক৷