NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা রাজ্য কমিটিতে সুবলই সভাপতি, সুস্মিতা কোর সদস্য
ওয়েটুবরাক, ২৯ এপ্রিল : ১৩২ জন সদস্যের ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটি ঘোষণা করা হয়েছে৷ যা ২০২৩ সালের মার্চ মাসে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে এই কমিটিই নেতৃত্ব দেবে৷
পশ্চিমবঙ্গের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার রাজ্যের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন৷ ত্রিপুরার প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিককে রাজ্য সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে৷ ছয় সদস্যের কোর কমিটিতে রয়েছেন সুস্মিতা দেব, আশিস দাস, ভৃগুরাম রিয়াং, আশিসলাল সিংহ, মামন খান এবং সুবল ভৌমিক৷ কমিটিতে ২৭ জন মহিলা সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন৷ ১৬ জন রয়েছেন তফসিলি জাতি সদস্য, ১৮ জন তফসিলি জনজাতি এবং ৩২ জন ওবিসি গোষ্ঠীর প্রতিনিধি৷ তৃণমূল কংগ্রেসের নবগঠিত কমিটিতে মুসলিম সম্প্রদায়ের ১৪ জন প্রতিনিধি রয়েছেন৷
১৩২ সদস্যের রাজ্য কমিটিতে ৮ জন সহ-সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ১৪ জন সম্পাদক, ৭ জন যুগ্ম সম্পাদক এবং ৭২ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন৷
এছাড়া শুক্রবার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পদে শান্তনু সাহাকে নিয়োগ করা হয়েছে। মহিলা সংস্থার নেতৃত্ব দেবেন পান্না দেব৷ সঞ্জয় কুমার দাস এবং মলিন জামাতিয়া ক্রমে ত্রিপুরা এসসি সেল এবং এসটি সেলের নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে৷