Barak UpdatesHappeningsBreaking News
তৃণমূলে ধস, সজল বণিক সহ ৫০ জন কংগ্রেসে
ওয়েটুবরাক, ৮ জানুয়ারি: পঞ্চায়েত ও পুর নিগম নির্বাচনের আগে কাছাড় জেলায় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ধস নেমেছে। ঘরে ফিরলেন প্রাক্তন পুর কমিশনার সজল বণিক। গত এক দশক ধরে তিনি শিলচর পুরসভা সহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে সোচ্চার হয়েছেন। বিরোধী দলের প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন তিনি। তাঁকে দলে ফেরাতে পেরে কংগ্রেস নেতাদের মধ্যে সন্তোষ দেখা যায়।
সজল বণিকের সঙ্গে তৃণমূল ছেড়েছেন শহর কমিটির সভাপতি অলক আচার্য, যুব তৃণমূলের জেলা সভাপতি অনুপম পাল সহ ৫৮ জন বিভিন্ন স্তরের নেতা-কর্মী। মঙ্গলবার এআইসিসি সম্পাদক তথা আসামে কংগ্রেসের সহ-পর্যবেক্ষক পৃথ্বিরাজ প্রভাকর শাঠে। তিনি এমন একটি কর্মকাণ্ডের জন্য জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালকে পুরো কৃতিত্ব দেন। বলেন, অভিমান করে কিংবা ভুল সিদ্ধান্ত নিয়ে যারা দল ছেড়েছিলেন, তাঁদের বুঝিয়ে দলে ফেরানো খুব ভালো প্রয়াস।
সাফল্যের হাসি হেসে অভিজিৎ বলেন, তৃণমূলের সব সম্ভাবনা এই অনুষ্ঠানেই ধ্বংস হয়ে গেছে। এখানে ঘাসফুলের আর মাথা তোলার সুযোগ নেই। পুরনো নেতাদের ফিরে পেয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইকে তীব্রতর করে তোলায় আশাবাদী তিনি। পঞ্চায়েত ও পুর নিগম নির্বাচনে তারা ভালো ফলাফল করবেন বলে জোর গলায় দাবি করেন অভিজিৎ।
কংগ্রেসে ফিরে প্রাণ ফিরে পেয়েছেন, এমনই মন্তব্য করলেন সজল। তাঁর কথায়, আমরা পুরনো কংগ্রেসি। কংগ্রেসে ফিরতে পেরে ভালো লাগছে। তিনি অবশ্য তৃণমূল কংগ্রেস বা সুস্মিতা দেব সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি।