India & World UpdatesHappeningsBreaking News
তীব্রতা ৭.৭ ! বিশাল ভূমিকম্পে কেঁপে উঠল মায়ান্মার-ভারত

নতুনদিল্লি, ২৮ মার্চ ঃ শুক্রবার সকালে ভয়াবহ ভূ-কম্পে কেঁপে উঠল মায়ান্মার। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল প্রায় ৭.৭। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে, ভারত, থাইল্যান্ড, বাংলাদেশ ও চিন সহ মোট ৫টি দেশে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। জানা গেছে, মায়ান্মার ও থাইল্যান্ডে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ দিন সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়।
মায়ান্মার থেকে ২০ জন লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। কমবেশি আহত হয়েছেন ৩০০ জন। কম্পনে ব্যাঙ্ককে নির্মীয়মান ৩০ তলা একটি ভবন ভেঙে পড়ে। এই ভবনটিতে ৪০০ জন লোক কর্মরত ছিলেন। এর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ৮০ জনের কোনও হদিশ নেই। এ দিন কম্পন শুরু হওয়ার পর এই ৫ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ আতঙ্কে ঘর ও অফিস থেকে দৌড়ে রাস্তায় বেরোন। প্রচুর ক্ষয়ক্ষতির জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী দেশে ইমারজেন্সি ঘোষণা করে দেন।
আমেরিকার ভূ-বিজ্ঞানী দফতর ও জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-এর সূত্র অনুসারে, মধ্য মায়ান্মারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূ-কম্প অনুভূত হয়। এর কেন্দ্র সাগায়েঙ্গ শহর থেকে ১৯ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার গভীরে ছিল। এ দিকে, মায়ান্মারের এই শক্তিশালী কম্পন থাইল্যান্ড, ভারত, বাংলাদেশ ও দক্ষিণ-পশ্চিম চিনে অনুভূত হয়েছে। সংবাদ সংস্থার সূত্র অনুসারে, কলকাতা, ইম্ফল, মেঘালয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে।