Barak UpdatesHappeningsBreaking News
ডিমা হাসাওয়ে ভুয়ো অপহরণ, পুলিশ বলল, ব্যবস্থা নেওয়া হবে
ওয়েটুবরাক, ২১ এপ্রিল : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যবাহী সদস্য মনজিৎ নাইডিংয়ের ছোট ভাই প্রসেনজিৎ নাইডিংকে অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিল ইউনাইটেড ডিমাসা লিবারেশন আর্মি। শুক্রবার রাত ৮ নাগাদ নাইডিংকে উদ্ধার করে পুলিশ। এর পরই ডিমা হাসাও জেলার পুলিশসুপার মায়াঙ্ক কুমার বলেন, প্রসেনজিৎ নাইডিংকে কোনও উগ্রপন্থী সংগঠন অপহরণ করেনি। এর চিত্রনাট্য খোদ প্রসেনজিৎ নাইডিং ও তার বন্ধু সাতিলজিৎ নাইডিংয়ের তৈরি। প্রসেনজিৎকে উদ্ধারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে বলে এই তথ্য জানতে পারে পুলিশ। মায়াঙ্ক কুমার বলেন, শুক্রবার রাতে লামডিং থেকে প্রসেনজিৎ তার দাদাকে ফোন করে এবং তারপর মান্দারডিসা থানার ভারপ্রাপ্ত ওসি তাকে হাফলং নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে প্রসেনজিৎ পুলিশকে জানান, তার কিছু ব্যক্তিগত সমস্যা ছিল, তাই সে ডিমা হাসাও জেলা ছেড়ে অন্যত্র যেতে চাইছিল এবং সাতিলজিৎ নাইডিংয়ের সঙ্গে মিলে সে এই চিত্রনাট্য তৈরি করেন। এ বার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশসুপার।