NE UpdatesHappeningsBreaking News
ডিব্রুগড়ে দুর্ঘটনায় ৩ মহিলা চা শ্রমিকের মৃত্যু, উত্তেজনা, শূন্যে গুলি
ওয়েটুবরাক, ১১ এপ্রিল: দুর্ঘটনায় তিন চা শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ডিব্রুগড়। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় চাবুয়ার ডিকম নাহরতলি বাইপাসে একটি গাড়ি রাস্তায় বিশ্রাম নেওয়া তিন মহিলা শ্রমিককে ধাক্কা মারলে তিনজনই মারা যান। নিহতরা হলেন রীতা ভক্তা, মিনা বেদিয়া ও সুনীতা বেদিয়া৷ স্থানীয় মানুষ খবর পেয়ে ডিকমে ৩৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। প্রবল যানজট তৈরি হয়।
তার মধ্যেই তিনসুকিয়া থেকে ডিব্রুগড় অভিমুখে আসা একটি অ্যাম্বুলেন্স এক ব্যক্তিকে ধাক্কা দিলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়। জনতা অ্যাম্বুলেন্সটিকে আক্রমণ করে। বাধা দিলে জনতা পুলিশের একটি টহলদারি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। মঙ্গলবার মন্ত্রী সঞ্জয় কিষাণ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে তাৎক্ষণিকভাবে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন।