Barak UpdatesHappeningsBreaking News
ডিজিটাল পোর্টাল ক্রেডিট লিংকের ফ্ল্যাগশিপ ইভেন্ট শিলচরে
৬ জুন : দেশের অন্যান্য অংশের সঙ্গে আজাদি কা অমৃত মহোত্সব উপলক্ষে ৬ জুন থেকে ১১ জুন পর্যন্ত আইকনিক সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে সোমবার রাজ্যের দুটি জেলার মধ্যে বেছে নেওয়া কাছাড়ের শিলচরে গান্ধীভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় l
কেন্দ্র সরকারের অর্থ মন্ত্রক এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের উদ্যোগে আইকনিক সপ্তাহ উদযাপন উপলক্ষে ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসেবে শিলচর গান্ধীভবনে আয়োজিত অনুষ্ঠানে দেশের ৭৫টি জেলায় আজাদি কা অমৃত মহোত্সব উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউ দিল্লির বিজ্ঞান ভবন থেকে সরাসরি ভাষণ প্রদান করেন। তিনি ওয়ানস্টপ ডিজিটাল পোর্টাল অব ক্রেডিট লিংক সরকারি যোজনার উন্মোচন করেন এবং এক টাকা, দুই টাকা, পাঁচ টাকা, ১০ টাকা এবং কুড়ি টাকার মুদ্রা চালু করেন।
এ উপলক্ষে শিলচরে ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসেবে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্কল হেড সুদীপ দাস, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার জিতেন্দ্র কান্ত ঠাকুর, আসাম গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার জয়ন্ত পাল সহ লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার অরুণজ্যোতি দে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক জল্লি বলেন, দেশের ৭৫টি জেলার মধ্যে শিলচরকেও এই ইভেন্ট আয়োজন করতে বেছে নেওয়া হয়েছে। এ জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, এই আর্থিক প্রতিষ্ঠানগুলি বিগত মহামারির সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে এবং জনগণকে সহায়তা করতে তারা বিভিন্নভাবে এগিয়ে এসেছিলেন। তিনি বলেন, বর্তমানে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমূল পরিবর্তন এনে বিভিন্ন হিতাধিকারী এবং আত্মসহায়ক গোষ্ঠীগুলোকে টেবিলে টেবিলে না ঘুরে সোজাসুজি তাদের তহবিলে যথাযথভাবে অর্থ জমা করা হচ্ছে।
এতে বক্তব্য রাখতে গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সার্কল হেড সুদীপ দাস সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার জিতেন্দ্র কান্ত ঠাকুর, আসাম গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার জয়ন্ত পাল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার অরুণজ্যোতি দে।