Barak UpdatesHappeningsBreaking News

ডা. রাকেশ গোপাল ফের আসবেন, মিলল ছয়মাসের অনুমোদন

১৩ জানুয়ারি: হৃদরোগ বিশেষজ্ঞ পি রাকেশ গোপাল ফের শিলচরে এসে রোগী দেখবেন৷ রাজ্য সরকার তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ করে তাঁর সেবা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে৷ শিলচর মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, ডা. গোপাল ও কলেজের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে  প্রথমে তিনমাসের জন্য অনুমোদন জানিয়েছিল রাজ্য স্বাস্থ্য মন্ত্রক৷ মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই মেডিক্যাল কলেজ থেকে চুক্তি অব্যাহত রাখার আর্জি জানিয়ে ফাইল পাঠানো হয়৷ কিছুটা দেরিলেও এ বার ছয় মাসের জন্য অনুমোদন মিলেছে৷

L-R: Saumitra Choudhury, Dr. Rakesh Gopal & Principal SMCH

এই অনুমোদন অবশ্য সহজে আসেনি৷ মেয়াদ পূর্তির পর মাস পেরিয়ে গেলেও ফাইলের নড়াচড়া নেই দেখে আঁতকে ওঠে বরাকের বেশকিছু সংস্থা-সংগঠন৷ বিশেষ তৎপরতা দেখায় থাউজেন্ড সায়ন্তন৷ দফায় দফায় যোগাযোগ, স্মারকলিপি পেশের পরই ছয়মাসের অনুমোদন মিলল৷ তাদের দাবিতেই ডা. গোপালের সঙ্গে মাসে তিনদিন এখানে এসে রোগী দেখার ব্যাপারে মেডিক্যাল কলেজ চুক্তিবদ্ধ হয়৷

থাউজেন্ড সায়ন্তনের আরেক গুরুত্বপূর্ণ দাবি হল, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যাথল্যাব স্থাপন৷ মাঝে একবার টেন্ডারও ডাকা হয়েছিল৷ এখন সবাই এ ব্যাপারে নীরব৷ অবশ্য শিলচর মেডিক্যাল কলেজের দাবি, তারা মোটেও বসে নেই৷ এটি বড় প্রকল্প৷ কিছুটা সময় লাগবে৷ তিনটি আগ্রহী কোম্পানি এসে পরিস্থিতি দেখে গিয়েছে৷ প্রক্রিয়া যথারীতি চলছে বলেই দাবি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker