Barak UpdatesAnalyticsBreaking News
ঠিকাভিত্তিক শিক্ষকদের বেতন সময়মতো প্রদান করার দাবি ডিওয়াইএফআই-র
১৯ আগস্ট : রাজ্যের সর্বশিক্ষা মিশনের অধীনে হাজারের বেশি ঠিকাভিত্তিক শিক্ষক-কর্মচারীর বেতন সময়মতো প্রদান করার দাবি জানালো ডিওয়াইএফআই (ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন )। এক বিবৃতিতে ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষকদের বেতন অনিয়মিত থাকা শিক্ষা জগতের কাছে চরম লজ্জাজনক। এমনকি শিক্ষকদের বেতন না দেওয়া অত্যন্ত অনৈতিক কাজ। এতে প্রমাণিত হয় এই সরকার পরিকল্পনাবিহীন সরকার।
ফেডারেশন আরও বলেছে, রাজ্য সরকার অর্থনৈতিক অবস্থা ভালো বলে প্রায় সময়ই দাবি করে আসছে। তাহলে শিক্ষকদের বেতন নিয়মিত দিচ্ছে না কেন? স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপনের পাশাপাশি কেন বেতনের জন্য শিক্ষকদের আন্দোলন করতে হচ্ছে? শিক্ষকদের বেতন অনিয়মিত সেটা শুধু শিক্ষকদের জীবনের উপর প্রভাব ফেলছে তা নয়, গোটা শিক্ষা ব্যবস্থার ওপর এর প্রভাব পড়ছে।
ডিওয়াইএফআই এও বলেছে, ঠিকাভিত্তিক শিক্ষকদের বেতন নিয়মিত প্রদান করা হবে বলে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার তার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ। সরকারের এই উদাসীন মনোভাব ডিওয়াইএফআই ধিক্কার জানায়। সরকারের এই চরম উদাসীনতার ফলে কয়েক হাজার ঠিকাভিত্তিক শিক্ষকদের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এমনকি ডিএ প্রদানের ক্ষেত্রেও বৈষম্যের আশ্রয় নিয়েছে এই সরকার। এই পরিস্থিতিতে ঠিকাভিত্তিক শিক্ষকদের বেতন নিয়মিত করার দাবি জানায় ডিওয়াইএফআই।