NE UpdatesBarak UpdatesBreaking News
ট্রেনের অ্যালার্ম চেন টানার দায়ে আটক ৪০, উদ্ধার ১৭ নাবালক কিশোর-কিশোরী
১১ জুলাই : চলতি বছরের ১ থেকে ৭ জুলাই এর মধ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষা বাহিনী অর্থাৎ আরপিএফ বিভিন্ন স্টেশন ও ট্রেন থেকে ১৭ জন নাবালক কিশোর কিশোরীকে উদ্ধার করেছে। এই সময়ের মধ্যে আরপিএফ দুজন অপরাধীকেও আটক করে। এই দুই অপরাধী রেলযাত্রীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিল। এর মধ্যে একজন অপরাধীকে চোরাই সামগ্রী সহ এবং অন্যজনকে প্রবঞ্চনামূলক কার্যকলাপে জড়িত থাকার দায়ে আটক করেছে আরপিএফ। এছাড়া কোনও কারণ ছাড়াই প্যাসেঞ্জার ট্রেনের এলার্ম চেইন টানার অপরাধে আরও ৪০ জন ব্যক্তিকে আটক করা হয়েছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২ জুলাই ১৪০৫৫ ডাউন ব্রহ্মপুত্র মেল ট্রেনে তল্লাশি চালানোর সময় আরপিএফ এক ব্যক্তিকে আনুমানিক ৩৫ হাজার টাকা মূল্যের ৭ কিলোগ্রাম গাঁজা সহ আটক করেছে। ৩ জুলাই হোজাই রেলওয়ে স্টেশনে রুটিন তল্লাশি চালানোর সময় হোজাইয়ের সিপিডিএস আরপিএফ যাত্রীদের সামগ্রী চুরির দায়ে দুই ব্যক্তিকে আটক করে। তাদের কাছ থেকে যাত্রীদের চুরি যাওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ৪ জুলাই রঙিয়ার সিপিডিএস দল ও বরপেটার আরপিএফ সরভোগ বুকিং কাউন্টার থেকে এক ব্যক্তিকে ৯০০০ টাকা মূল্যের চারটি রেল টিকিট ও নগদ ১৯,৫০০ টাকা সহ আটক করে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত ব্যক্তিদের উদ্ধার করা সামগ্রী সহ জিআরপির হাতে তুলে দেওয়া হয়।