Barak Updates

ট্রাফিক আইন অমান্যকারীদের ৯২ হাজার টাকা জরিমানা

৫ আগস্ট : ট্রাফিক আইন অমান্যকারীদের কাছ থেকে গত কয়েকদিনে ৯২০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার জেলাশাসককে এ কথা জানান কাছাড়ের পরিবহণ আধিকারিক সিদ্ধার্থ শইকিয়া। আরেকটি প্রস্তাবে সম্মতি জানিয়ে তারাপুর অঞ্চলের ফুটপাতের ব্যবসায়ীদের মালিনী বিলের সামনে কসমিক মার্কেট শেডে অবিলম্বে স্থানান্তরিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি।

Rananuj

এ দিন কাছাড় জেলাশাসকের সভাকক্ষে কাছাড় জেলা উন্নয়ন কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। এতে নানা বিষয়ে আলোচনা হয়। জেলাশাসক লায়া মাদ্দুরির পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ছাড়াও এডিসি বিক্রম দেবশর্মা, জেসিকা রোজ লালসিম, ললিতা রংপিপি, সহকারী কমিশনার কিম চাংসেন, মারিয়া তানিম, নবনিতা হাজরিকা, অভিলাষ বার্নওয়াল, ডিআরডিএ প্রকল্প সঞ্চালক রসরাজ দাস প্রমুখ অংশ নেন।

সভায় আসন্ন ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের কর্মসূচি রূপায়ণে অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করা হয়। জেলাশাসক মাদ্দুরি বরাক নদীর তীরে একটি বিনোদন পার্ক সহ বরাক নদীতে একটি ক্রুজ চালু করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এ নিয়ে তিনি সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। এ বিষয়ে সিআইডিএফ-এর অধীনে অর্থ ব্যয় করা হবে বলেও জানানো হয়।

তাছাড়া শিলচর বাইপাস সড়কের কাজ ত্বরান্বিত করা, দুগ্ধ উন্নয়ন প্রকল্প, জলশক্তি অভিযান, শিলচর-হাইলাকান্দি সড়ক সংস্কার ইত্যাদির জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন জেলাশাসক। পাশাপাশি শিশুশ্রম ও পাচার, কৃষি বিভাগের কাজকর্মের অগ্রগতি এবং ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, মিনি সচিবালয় ও জেলা গ্রন্থাগারের কাজের অগ্রগতি, কঠিন ও তরল বর্জ ব্যবস্থাপনা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker