NE UpdatesHappeningsBreaking News

টুপুলে উদ্ধার ২৭ সেনা জওয়ান সহ ৪২ মৃতদেহ

ওয়েটুবরাক, ৪ জুলাই : মণিপুরে টুপুলের ধসে  এ পর্যন্ত ৪২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ তাঁদের মধ্যে ২৭ জনই সেনা জওয়ান৷ আরও ২০ জন সন্ধানহীন৷ তাঁরা ধসস্তুপে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও সবাইকে খুঁজে বার করার অভিযান অব্যাহত রয়েছে৷ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ রবিবার মন্ত্রীপুখুরির আসাম রাইফেলস মাল্টিস্পেশালিটি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেন৷ তিনি প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে তুলে দেন৷

মুখ্যমন্ত্রী সিংহ জানান, রবিবার সকালেও নোনে জেলায় ধস পড়ার ঘটনা ঘটে৷ পশ্চিম মণিপুরে শনিবার রাতে প্রবল বর্ষণ হয়৷ গোটা এলাকা কর্দমাক্ত৷ তাতে উদ্ধার কাজেও ব্যাঘাত ঘটছে৷ নাঙদোলান, নাঙকাও এবং শিবিলিঙে ৩৭ নং জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে৷

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেনান্ট কর্নেল আঙ্গম ববিন সিংহ বলেন, ভারতীয় সেনা, আসাম রাইফেলস, টেরেটরিয়াল আর্মি, জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী একযোগে উদ্ধার অভিযানে হাত লাগিয়েছে৷ ‘থ্রো ওয়াল রাডার’ এবং পুলিশ কুকুরকেও কাজে লাগানো হয়েছে৷ এই কৌশলেই ১৩জন টেরেটরিয়াল আর্মির জওয়ান এবং ৫ জন সাধারণ জনতাকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷

এজেই নদী থেকে মৃতদের টেনে তুলতে বেশ কিছু এক্সক্যাভেটর কাজ করে চলেছে৷ উদ্ধার হওয়া ৭ জওয়ানের মৃতদেহ এরই মধ্যে বিমানবাহিনীর বিমান ও সেনাবাহিনীর হেলিকপ্টারে কলকাতা, বাগডোগরা, আগরতলা বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়েছে, জানিয়েছেন প্রতিরক্ষা মুখপাত্র৷ তিনি বলেন, রেডশিল্ড ডিভিশনের জিওসি এবং আসাম রাইফেলসের দক্ষিণ ইন্সপেক্টর পূর্ণ সামরিক মর্যাদায় তাঁদের শেষশ্রদ্ধা জানান৷

এ দিকে, রবিবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে এজেই নদীর ভাটি এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে৷ তাদের আশঙ্কা, বৃহস্পতিবার টুপুলে যে ভাবে পাহাড় ভেঙে নদীর গতিরোধ করে বাঁধের মতো অবস্থার সৃষ্টি হয়েছিল, এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে৷ নোনের জেলাশাসক এইচ গাইতে শিশুরা যাতে নদীতীরে না যায়, সে দিকে লক্ষ্য রাখতে অভিভাবকদের বলেছেন৷ গাইতে বলেন, সেদিন ধসে চাপা পড়েন মোট ৮০ জন৷ তাঁদের মধ্যে ৪৩ জনই সেনা জওয়ান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker