India & World UpdatesHappeningsBreaking News

টানা ১৯১০ কিমি উড়ে রেকর্ড গড়ল চিনুক হেলিকপ্টার, পৌঁছল যোরহাট

২২ নভেম্বর ঃ ভারতীয় বায়ুসেনার একটি হেভি-লিফট হেলিকপ্টার চিনুক রেকর্ড যাত্রা করেছে। বিমানবাহিনীর চণ্ডীগড় এয়ারবেস থেকে এই হেলিকপ্টার যাত্রা করে। সাড়ে সাত ঘণ্টায় ১৯১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তারপর এটি আসামের যোরহাট বিমানবন্দরে এসে পৌছয়। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এত অল্প সময়ে ভারতীয় হেলিকপ্টারের এত লম্বা উড়ান এটাই প্রথম। এটি একটি রেকর্ড।

চিনুক এর আগে এপ্রিলে একই রুটে দীর্ঘ যাত্রা করেছিল। কিন্তু সে সময় একটু বেশি সময় লেগেছিল। দুবারই হেলিকপ্টারটি একবারও থেমে না থেকে একটানা উড়েছে। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, এই হেলিকপ্টারটি বিমান বাহিনীর সংহতি ও সাহসের প্রতিফলন ঘটায়। সেইসঙ্গে এটি বিমান বাহিনীর দ্রুত কার্যকারিতা এবং তার সেনা জওয়ানদের যে কোনও জায়গায় দ্রুত পাঠানোর ক্ষমতাও দেখায়। ভারতের কাছে বর্তমানে 15টি Ch-47F(I) চিনুক পরিবহন হেলিকপ্টার রয়েছে। এইগুলি দুর্যোগ, ত্রাণ ও উদ্ধারের পাশাপাশি অস্ত্র, ট্যাঙ্ক, রসদ এবং যুদ্ধক্ষেত্রে সৈন্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়।

এই হেলিকপ্টারগুলি মোদি সরকার ২০১৫ সালে আমেরিকার কাছ থেকে একটি চুক্তির অধীনে কিনেছিল। লাদাখে চীনের সঙ্গে চলমান বিরোধের সময় চিনুক হেলিকপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই হেলিকপ্টারগুলি চণ্ডীগড় বিমানঘাঁটিতে অবস্থান করছে। এর মাধ্যমে ১১ টন ওজন বা ৪৫ জন সম্পূর্ণ বোঝাই জওয়ান বহন করতে পারে। চিনুক হেলিকপ্টারটি M777 আল্ট্রা লাইট হাউইটজার কামান তুলে যে কোন জায়গায় যেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker