NE UpdatesHappeningsBreaking News
ঝাড়খন্ড থেকে সাইকেলে আসামে হাজির শংকর রাও, এ বার রওনা নাগাল্যান্ড-মিজোরামে
গুয়াহাটি, ২৫ নভেম্বর ঃ ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে সুদূর ঝাড়খন্ড থেকে সাইকেল চালিয়ে আসামের সরুপথারে এসে হাজির হয়েছেন বি শংকর রাও নামের এক ব্যক্তি। বর্তমানে গোটা পৃথিবী জুড়ে ধর্মের নামে চলতে থাকা বিবাদ শেষ করার লক্ষ্যে তথা সব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের বার্তা প্রেরণ করার উদ্দেশ্যেই তাঁর এই সফর। তিনি এর মধ্যেই দেশের ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, বিহার ও আসামের গ্রামগঞ্জে সাইকেল যাত্রা করেছেন। সরুপথারে তিনি এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিলেন।
শুক্রবার তিনি সরুপথার থেকে নাগাল্যান্ডের উদ্দেশে যাত্রা করেন। প্রথমেই তিনি ডিমাপুরের উদ্দেশে বেরিয়ে যান। তিনি জানান, নাগাল্যান্ড থেকে যাবেন মণিপুরে। সেখান থেকে মিজোরাম ও মেঘালয় হয়ে তিনি ফের গুয়াহাটিতে উপস্থিত হবেন। গুয়াহাটিতে গিয়ে তাঁর মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাতের ইচ্ছে রয়েছে।
ইতিমধ্যেই বি শংকর রাও ঝাড়খন্ড থেকে রওনা হয়ে সাড়ে তিন হাজার কিলোমিটার সাইকেল চালিয়েছেন। এ দিন তিনি বলেন, এই যাত্রায় অনেকেই তাঁকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ কেউ তাঁকে হুমকিও দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, তাঁর এই সফরের কোনও রাজনৈতিক বা খারাপ উদ্দেশ্য নেই। তিনি মানুষকে বোঝাতে চাইছেন, ধর্ম নিয়ে ঝগড়া-বিবাদ করে কোনও লাভ নেই। একজন অসুস্থ ব্যক্তির যখন রক্তের প্রয়োজন হয়, তখন তিনি কোন ধর্মের মানুষ তা দেখা হয় না। ফলে শান্তির মনোভাব নিয়েই সবাইকে থাকা উচিত।