India & World UpdatesHappeningsBreaking News
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তন হেমন্ত সোরেনের
ওয়েটুবরাক, ৫ জুলাই : বিধানসভা নির্বাচনের আগে আবারও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জেএমএম নেতা হেমন্ত সোরেন। বৃহস্পতিবার তৃতীয় বারের জন্য দায়িত্ব নিলেন তিনি। হেমন্তকে তাঁর জায়গা ফিরিয়ে দিতে নীরবে পদত্যাগ করলেন চম্পাই সোরেন। এর পর বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হেমন্ত।
দুর্নীতি মামলায় গত পাঁচ মাস বিরসা মুন্ডা সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন তিনি। ওই সময় মুখ্যমন্ত্রিত্ব সামলাচ্ছিলেন চম্পাই। গত ২৮ জুন হেমন্তের জামিনের আবেদন মঞ্জুর করে ঝাড়খণ্ড হাইকোর্ট। এর পরই রাজ্যের মসনদে ফের তাঁর প্রত্যাবর্তন নিয়ে জল্পনা শুরু হয়। বুধবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পরিষদীয় দলের বৈঠক হয়। বৈঠক হয় ইন্ডি জোটেরও। সেখানে শরিক দল কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল হেমন্তকে মুখ্যমন্ত্রিত্বে ফেরানোর সায় দেয়। এর পরই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন চম্পাই।
প্রথমে শোনা যাচ্ছিল, রবিবার শপথ নিতে পারেন হেমন্ত। কিন্তু বৃহস্পতিবার বিকেলেই শপথবাক্য পাঠ করলেন তিনি। শপথগ্রহণের পর বললেন, “২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত মহাজোট মানুষের স্বার্থে কাজ করে এসেছে। রাজনৈতিক ওঠাপড়ার সময় চম্পাই সোরেন সেই কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন, কারণ আমি জেলে ছিলাম। আদালতের নির্দেশেই বেরিয়ে আসতে পারলাম।”